শুক্রবার বিকেল সাড়ে তিনটা নাগাদ আগরতলা থেকে একটি স্কোরপিওযার নম্বর TR01BD 0404 গাড়ি করে তিন বন্ধু বিশালগড়ের দিকে যাচ্ছিল।
গোকুলনগর রেল ব্রিজ সংলগ্ন আসামাত্র ঝিরঝির বৃষ্টির মধ্যে ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ।তাতে আহত হয় গাড়িতে থাকা চালকসহ তিনজন।
প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে তড়িঘড়ি স্কোরপিও গাড়ি থেকে আহত তিনজনকে উদ্ধার করে খবর পাঠায় বিশালগড় দমকল কর্মীদের। তারা ছুটে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে।
আহতরা হল শুভম মজুমদার , সনজিৎ পোদ্দার, রাজ চৌধুরী। বর্তমানে তাদের চিকিৎসা চলছে বিশালগড় মহকুমা হাসপাতালে। এর মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এদিকে জানা যায় ,গোকুলনগর রেল ব্রিজ এলাকায় কিছুদিন পর পর গাড়ি উল্টে যায়।
এলাকাবাসীর অভিযোগ গোকুলনগর রবীন্দ্রনাথ মহাবিদ্যালয় থেকে ২ নং গেট বাজার পর্যন্ত নিম্নমানের পিস দেওয়ার ফলে সে জায়গাটি পিছল হয়ে থাকে। তার জন্য একই জায়গায় কিছুদিন পর পর গাড়ি উল্টে যায়।তাতেই দুর্ঘটনা ঘটে।