ঘটনার বিবরণে জানা যায়, গোলাঘাটি থেকে আগরতলার উদ্দেশ্যে যাবার পথে বিশালগড় নবনির্মিত বাইপাস সড়কে দুর্ঘটনার কবলে পড়ে সঞ্জীব দেববর্মা নামে এক পুলিশ কর্মী।
জানা যায় এই পুলিশকর্মী বাইক নিয়ে আগরতলাতে ডিউটিতে যাবার পথে বিশালগড় বাইপাস সড়কে মারুতির সঙ্গে বাইকের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
বাইক থেকে ছিটকে পড়ে যায় বাইক চালক সঞ্জিত দেববর্মা। বয়স ৩৬বছর । পথচলতি লোকেরা দেখতে পেয়ে পুলিশকর্মীকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে।বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।
যান দুর্ঘটনা দিন দিন বেড়েই চলছে। বিশালগড় এলাকায় গত বেশ দিন ধরেই দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। পুলিশকর্মী সঞ্জিব দেববর্মার মাথায় বেশ কিছু জায়গায় আঘাত প্রাপ্ত হয়েছে।