Accident: বিশালগড় নবনির্মিত বাইপাস সড়কে যান দুর্ঘটনায় আহত হয়েছে পুলিশকর্মী

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৮ সেপ্টেম্বর।। বিশালগড় নবনির্মিত বাইপাস সড়কে যান দুর্ঘটনায় আহত হয়েছে এক পুলিশ কর্মী। পুলিসকর্মীর নাম সঞ্জীব দেববর্মা। বিশালগড় নবনির্মিত বাইপাস সড়কে মারুতি বাইকের সংঘর্ষে এক পুলিশ কর্মী গুরুতর ভাবে আহত হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গোলাঘাটি থেকে আগরতলার উদ্দেশ্যে যাবার পথে বিশালগড় নবনির্মিত বাইপাস সড়কে দুর্ঘটনার কবলে পড়ে সঞ্জীব দেববর্মা নামে এক পুলিশ কর্মী।

জানা যায় এই পুলিশকর্মী বাইক নিয়ে আগরতলাতে ডিউটিতে যাবার পথে বিশালগড় বাইপাস সড়কে মারুতির সঙ্গে বাইকের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

বাইক থেকে ছিটকে পড়ে যায় বাইক চালক সঞ্জিত দেববর্মা। বয়স ৩৬বছর । পথচলতি লোকেরা দেখতে পেয়ে পুলিশকর্মীকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে।বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

যান দুর্ঘটনা দিন দিন বেড়েই চলছে। বিশালগড় এলাকায় গত বেশ দিন ধরেই দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। পুলিশকর্মী সঞ্জিব দেববর্মার মাথায় বেশ কিছু জায়গায় আঘাত প্রাপ্ত হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?