Vaccination: চীনের ১০০ কোটির বেশি মানুষ করোনাভাইরাসের টিকার পূর্ণাঙ্গ ডোজ পেয়েছে

অনলাইন ডেস্ক, ১৭ সেপ্টেম্বর।। চীনের ১০০ কোটির বেশি মানুষ করোনাভাইরাসের (কভিড-১৯) টিকার পূর্ণাঙ্গ ডোজ পেয়েছে। কভিড-১৯ মোকাবিলা বিষয়ক স্টেট কাউন্সিল ইন্টার-এজেন্সি টাস্ক ফোর্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এ কথা জানানো হয়। খবর সিনহুয়া’র।

এতে জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং বলেন, এ পর্যন্ত চীনে মোট ২.১৬ বিলিয়ন ডোজ টিকা দেওয়া হয়েছে।

চীন বিশ্বের বৃহত্তম জনবহুল দেশ। প্রায় দেড়শো কোটি জনসংখ্যার দুই-তৃতীয়াংশকে টিকার পূর্ণাঙ্গ ডোজের আওতায় আনতে সক্ষম হয়েছে দেশটির কমিউনিস্ট সরকার।

করোনাভাইরাস মহামারীর ঠেকাতে বিস্তৃত টিকাদান কর্মসূচির ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সে হিসেবে মহামারী মোকাবিলায় চীনের টিকাদানের অগ্রগতি মাইলফলক হয়ে থাকবে।

টিকা দেওয়ার ক্ষেত্রে এরপর এগিয়ে আছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো দেশ। এছাড়া ইউরোপের দেশগুলোতেও চলছে জোরদার টিকা কর্মসূচি। অবশ্য টিকাদানের এই দৌড়ে পিছিয়ে পড়েছে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?