Teacher: শিক্ষক সংকটে নাজেহাল পড়ুয়ারা, হেলদোল নেই শিক্ষা দপ্তরের

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৬ সেপ্টেম্বর।। শিক্ষক সংকটে নাজেহাল পড়ুয়ারা৷ হেলদোল নেই শিক্ষা দপ্তরের৷ খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার অন্যতম বনেদি বিদ্যালয় বলে পরিচিত কবি নজরুল বিদ্যাভবন৷

২০২১ সালে রাজ্যের শিক্ষা দপ্তর কর্তৃক বিভিন্ন ক্যাটাগরিতে যে নয়টি বিদ্যালয়কে সারা রাজ্যের মধ্যে সেরা বিদ্যালয় হিসেবে পুরস্কৃত করা হয় তার মধ্যে এ বিদ্যালয়টি অন্যতম৷ কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এ বিদ্যালয় এর প্রাথমিক বিভাগে বর্তমানে শিক্ষক সংকট চলছে৷

অথচ ভাবলেশহীন শিক্ষা দপ্তরের বাবুরা৷ এ বিদ্যালয়ে প্রাথমিক বিভাগে ২৬০ জন ছাত্র-ছাত্রী পাঠরত৷ তাদের জন্য বরাদ্দ শিক্ষক রয়েছে প্রধান শিক্ষক সহ ৬ জন৷ এর মধ্যে ২ জন শিক্ষক আগামী ছয় মাস পরে অবসরে যাচ্ছেন৷ ফলে তাদের অর্জিত ছুটি রয়েছে৷ বনেদি এই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে শিক্ষক সংকটে নাজেহাল হচ্ছে ছাত্রছাত্রীরা৷

দীর্ঘদিন করোনার কারণে সুকল বন্ধ ছিল৷ বর্তমানে স্কুল খোলার সাথে সাথে এই সমস্যা দেখা দিলেও সমাধানের উদ্যোগ নিচ্ছেন না সংশ্লিষ্টরা৷ অথচ তেলিয়ামুড়া এলাকায় কয়েকটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা অনুপাতে শিক্ষকের সংখ্যা বেশি রয়েছে৷ কিন্তু এদিকে নজর নেই দপ্তরের৷

শিক্ষক সংকটের কথা জেলা শিক্ষা দপ্তর থেকে তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক দপ্তর সম্পূর্ণ অবগত৷ কিন্তু সমস্যা সমাধানে কেউই কার্যকরী ভূমিকা নিচ্ছেন না৷ ফলে সমস্যা বাড়ছে ছাত্র-ছাত্রীদের৷

কারণ ৬ জন শিক্ষকের মধ্যে কোন কারণে এক বা দুইজন না আসলে প্রচণ্ড সমস্যায় পড়তে হচ্ছে বিদ্যালয় পরিচালনা করতে৷ দাবি উঠেছে অবিলম্বে ছাত্র সংখ্যা অনুপাতে বিদ্যালয়এ প্রয়োজনীয় শিক্ষক প্রদানের ব্যবস্থা করুক দপ্তর৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?