অনলাইন ডেস্ক, ১৭ সেপ্টেম্বর।। ইন্দোনেশিয়ার নাগরিকদের করা মামলার শুনানিতে দেশটির আদালত রাজধানী জাকার্তায় বায়ু দূষণের জন্য প্রেসিডেন্ট জোকো উইদোদো ও অন্যান্য মন্ত্রীদের দোষী সাব্যস্ত করেছে। ২০১৯ সালে দেশটির প্রেসিডেন্ট, স্বাস্থ্য মন্ত্রী, পরিবেশ মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীসহ অন্যান্য ঊর্ধ্বতনদের বিরুদ্ধে মামলা করেছিল কয়েকজন নাগরিক।
রয়টার্স সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার নাগরিকদের করা মামলার শুনানিতে আদালত বায়ু দূষণ কমাতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
জানা গেছে, আইকিউ এয়ারের ‘২০২০ ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি’ প্রতিবেদনে বাতাসে মানবদেহের জন্য সবচেয়ে ক্ষতিকর উপাদান পিএম ২.৫ এর উপস্থিতির দিক থেকে জাকার্তার অবস্থান ছিল নবম। সবচেয়ে দূষিত বাতাসের রাজধানী ছিল নয়া দিল্লি এবং দ্বিতীয় সর্বোচ্চ ঢাকা।
মামলায় ৩২ জন বাদী বলেন, এই মামলাটি ৩ কোটিরও বেশি লোকের বাসস্থান জাকার্তা এবং এর আশেপাশে মারাত্মক বায়ু দূষণ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে বাধ্য করার শেষ চেষ্টা। কর্তৃপক্ষ নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থ। তারা পরিবেশ নিয়ে অবহেলা করেছে, বৈজ্ঞানিক গবেষণা আমলে নিচ্ছে না।
আজকের রায়ে সেন্ট্রাল জাকার্তা ডিস্ট্রিক্ট কোর্টের বিচারকেরা বলেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা পরিবেশ আইন লঙ্ঘন করেছেন।
নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় দেশের বাতাসের মান উন্নত করতে সরকার বাধ্য এবং স্বাস্থ্যমন্ত্রী ও জাকার্তার গভর্নরকে বায়ু দূষণ নিয়ন্ত্রণের কৌশল প্রণয়ন করার নির্দেশ দেওয়া হলো।