স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিন শুক্রবার৷ এ নিয়ে বেশ কিছু কর্মসূচির আয়োজন করেছে বিজেপির যুব মোর্চা৷ বৃহস্পতিবার সংগঠনের প্রদেশ সভাপতি নবাদল বণিক সাংবাদিক সম্মেলনে বলেন, নরেন্দ্র মোদির মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী মিলিয়ে কর্মকালেরও ২০ বছর পূর্ণ হতে চলেছে আগামী ৭ অক্টোবর৷
তাই প্রধানমন্ত্রীর জন্মদিন ১৭ সেপ্ঢেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ২০ দিনব্যাপী নানারকম কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ যার সূচনা হবে শুক্রবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে৷ বেলা ২টায় তিনদিন ব্যাপী নবভারত মেলার মধ্য দিয়ে৷
উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিন দিনের এই মেলা চলবে রবিবার পর্যন্ত৷ রোজ বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত৷ নবভারত মেলায় সামাজিক কর্মসূচির পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উপরে নানারকম স্টল থাকবে৷
‘ভোকাল ফর লোক্যাল’ বিষয়ে আরও কিছু স্টল থাকবে সাধারণ মানুষেরও৷ তিনি আরও জানান, যুব মোর্চার উদ্যোগে ২৭ সেপ্ঢেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত রাজ্যের ৬০টি মণ্ডলে ৭১টি রক্তদান শিবির করা হবে৷
সেবামূলক কাজে অবদানের জন্য ৭১ জন যুব ভাইবোনকে সংবর্ধনা দেওয়া হবে৷ ৭১টি প্রশ্ণ নিয়ে নব ক্যুইজ কম্পিটিশনেরও আয়োজন করা হয়েছে৷ এছাড়া ২৫ সেপ্ঢেম্বর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে ওইদিন এবং পরদিনও সেবামূলক কর্মসূচি করা হবে৷
এভাবেই স্বাধীনতার ৭৫ বছর পূর্তি এবং ২ অক্টোবর গান্ধি জয়ন্তী উপলক্ষ্যে আরও বেশ কিছু কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে৷ সাংবাদিক সম্মেলনে সংগঠনের প্রদেশ সহ সভাপতি ভিকি প্রসাদ সহ অন্যান্যরা ছিলেন৷