Instructions: বিশ্বকর্মা পূজার দিনেও কোভিড বিধি মেনে চলতে হবে দর্শণার্থীদের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।।
মুখ্য সচিবের নির্দেশ অনুযায়ী বিশ্বকর্মা পূজার দিনেও কোভিড বিধি মেনে চলতে হবে দর্শণার্থীদের৷ যারা মহামারির নিয়ম না মেনে উৎসবে গা ভাসাবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রের দাবি৷

প্রসঙ্গত আগামীকাল শুক্রবার বিশ্বকর্মা পূজা৷ মূলত এই পূজার মধ্য দিয়েই বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসবের উৎসাহ শুরু হয়ে যায় জনমনে৷ যা চলতে থাকে কালী পুজো অর্থাৎ দীপাবলি পর্যন্ত৷

গত বছর করোনা মহামারির কারণে উৎসবে ভাটা ছিল৷ এবছর রোগের প্রভাব কিছুটা কম বলে উৎসবে জনমনে উন্মাদনা রয়েছে৷ বৃহস্পতিবার বিশ্বকর্মার পূজার প্রস্তুতি নিয়ে শহরের বিভিন্ন বাজারগুলিতে ভিড় লক্ষ্যণীয় ছিল৷

কিন্তু এই ভিড়ে অনেকেই মাস্ক ছাড়া সামাজিক দূরত্বের আদ্যশ্রাদ্ধ করেছেন৷ বিষয়টি প্রশাসনের নজরে পড়েছে৷ তাই এই বিষয়ে আগামীকাল কিছুটা কড়াকড়ি থাকবে বলে সূত্রের দাবি৷

উৎসবের আনন্দের পাশাপাশি মানুষ যাতে কোভিড বিধি মেনে চলে তার জন্য পুলিশের তৎপরতা থাকবে৷ মাস্ক এবং হেলমেট নিয়ে পুলিশ আগামীকাল বিশেষ অভিযান করতে পারে বলেও সূত্রের দাবি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?