Biswakarma: দেবরাজ ইন্দ্রের প্রাসাদ বানিয়ে ছিলেন তিনি তাই তাঁকে বলা হয় দেব শিল্পী বিশ্বকর্মা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ সেপ্টেম্বর।।
হিন্দু শাস্ত্র অনুযায়ী তিনি কারিগরের দেবতা। ভাদ্র মাসের সংক্রান্তির দিন আরাধনা করা হয় বিশ্বকর্মার।

দেবরাজ ইন্দ্রের প্রাসাদ বানিয়ে ছিলেন তিনি তাই তাকে বলা হয় দেব শিল্পী। আজ ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হবে, এই দিনটিকে বলা হয় কন্যা সংক্রান্তি।

যদিও কোনো কোনো বছর ১৮ সেপ্টেম্বর এই পুজো হয়ে থাকে।পঞ্জিকা অনুযায়ী বিশ্বকর্মা পুজোর মাহেন্দ্রযোগ শুরু হবে রাত ১০ টা ২০ মিনিটে এবং শেষ হবে ১১ টা ৭ মিনিটে

হিন্দু শাস্ত্র মত অনুযায়ী, দেব দেবীর আরাধনার বিশেষ কিছু নিয়ম থাকে। চন্দ্রের গতিবিধির ওপর নির্ভর করে সমস্ত পুজোর তিথি নক্ষত্র কিন্তু এখানেই ব্যতিক্রম এই পুজোর। বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয় সূর্যের গতিবিধি নির্ধারণ করে।

কন্যা সংক্রান্তি শুরু হবে রাত ১টা ২৯ মিনিটে রাহুকাল শুরু হবে সকাল ১০টা ৪৩ মিনিটে। শেষ হবে ১২টা ১৫ মিনিটে। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে পুজোর তিথি শুক্ল পক্ষ একাদশী হবে ৮টা ৩৪ মিনিট ২৫ সেকেন্ড পর্যন্ত।

এই পুজোয় একাধিক মন্ত্র রয়েছে। বিশ্বকর্মা পুজোর সহজ মন্ত্র — দংশপালঃ মহাবীরঃ সুচিত্রঃ কর্মকারকঃ। বিশ্বকৃৎ বিশ্বধৃকতঞ্চ বাসনামানো দণ্ডধৃক। ওঁ বিশ্বকর্মণে নমঃ।

যেহেতু শিল্পের দেবতা বিশ্বকর্মা, তাই সমস্ত কল-কারখানা অফিস এবং নির্মাণ কাজের সঙ্গে যুক্ত মানুষ এই পুজো করেন। বিশ্বকর্মা পুজোর দিন আরেকটি পূজার প্রচলন রয়েছে যাকে বলা হয় রান্না পুজো।

একে অরন্ধন উৎসব ও বলা হয়। এই দিন মা মনসাকে আহার করানো হয়। পরেরদিন রান্না করা হয় না। আগের দিনে বাসি খাবার খাওয়া হয়।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?