Vandalism: বর্ডার গোলচক্কর দুর্গাপাড়া এলাকায় বিজেপির অফিস ভাঙচুর করেছে স্বদলীয় দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। রাতের অন্ধকারে রাজধানী আগরতলা শহর এলাকার বর্ডার গোলচক্কর দুর্গাপাড়া এলাকায় বিজেপির অফিস ভাঙচুর করেছে স্বদলীয় দুর্বৃত্তরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

রাজ্যের শাসক দল বিজেপিতে আভ্যন্তরীন কোন্দল চরম আকার ধারণ করেছে। নব্য বিজেপিরা আদি বিজেপিদের উপর হামলার ঘটনা পর্যন্ত সংঘটিত করে চলেছে। শুধু তাই নয়, ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে নানা অসামাজিক ও অনৈতিক কাজ কর্মে জড়িয়ে পড়তে শুরু করেছে।

আগরতলা শহর সংলগ্ন বর্ডার গোলচক্কর দুর্গাপাড়া এলাকায় বিজেপির অফিস ভাঙচুর করেছে স্বদলীয় নব্য বিজেপি দুর্বৃত্তরা। ৩৩ নংওয়ার্ডের বিজেপির ১৭ বুথ অফিসে ভাঙচুর চালানো হয়। এলাকাবাসীর দাবি নব্য বিজেপির কার্যকর্তারা এই ঘটনাটি সংঘটিত করেছে।

রাজ্যে বিজেপি শাসন ক্ষমতায় আসার আগে থেকে যারা দলীয় কাজকর্ম করে আসছে তারা অভিযোগ করেছে বর্তমানে যারা এসব হিংসাশ্রয়ী কার্যকলাপ ও সংগঠিত করে চলেছে তারা নির্বাচনের পর দল ক্ষমতায় আসায় বিরোধীদল সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে।

তারা স্বার্থান্বেষী। স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যেই নানা অনৈতিক কাজ করবে জড়িয়ে পড়তে শুরু করেছে। এমনকি দলীয় অফিসে পর্যন্ত হামলা হুজ্জোতি সংগঠিত করছে। দলীয় অফিসই যদি নিরাপদ না থাকে তাহলে এলাকার মানুষের বাড়িঘর কিভাবে নিরাপদ থাকবে সেই প্রশ্নও তুলেছে তারা।

এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে সাংগঠনিক পর্যায়ে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা। অন্যতায় দীর্ঘদিন ধরে তারা যারা বিজেপি দলের কর্মী হয়ে কাজ করে চলেছে তারা দলত্যাগ করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

এ বিষয়ে বটতলা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।তবে এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?