স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। শুক্রবার দেবশিল্পী বিশ্বকর্মা পূজা। দেব শিল্পীর পূজা উপলক্ষে রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের সর্বত্র বাজার হাটে প্রচন্ড ভিড় পরিলক্ষিত হয়। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ক্রেতা সাধারণের হাত পুড়ছে অগ্নি মূল্যে।
এও আবার দেবশিল্পী বিশ্বকর্মা পূজোর প্রাক্কালে। দেব শিল্পীর পুজোর প্রাক্কালে বৃহস্পতিবার বাজারে পা রেখেই প্রত্যক্ষ করা গেল জম জমাট বাজার। করোণা পরিস্থিতি কালে এমন জমজমাট বাজাজ প্রত্যক্ষ করা যায়নি ইদানীং কালে। বাজারে মৃৎ শিল্পীরা প্রতিমা সাজিয়ে বসে আছে খদ্দেরের অপেক্ষায়।
তেমনি ফল ব্যবসায়ী সহ অন্যান্য ব্যবসায়ীরাও পসরা নিয়ে বসে আছে। কিন্তু প্রতিমা থেকে শুরু করে বিভিন্ন ফলমূলের দাম অগ্নিমূল্য। তাই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে দেবশিল্পীর পুজোয় ক্রেতা সাধারণের হাত পুড়ছে। কিন্তু এরপরেও কোন কিছুতেই খামতি রাখতে চাইছেন না বাজারে আসা ক্রেতাসাধারণ। এদিন প্রতিমা বিভিন্ন দামে বিক্রি হতে দেখা গেল।
বাজারে আসা ক্রেতারা জানালো, দেব শিল্পীর মালা থেকে শুরু করে প্রতিমার দাম গগণচুম্বী, একই অবস্থা বিভিন্ন ফলমূলেরও। তাই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারেও মানুষজন চাইছে দেব শিল্পীর পুজোয় আনন্দে মুখরিত হয়ে উঠুক আগামী শুক্রবার।
অভিশপ্ত করোনা ভাইরাস যেন কাল না হয়ে দাঁড়ায় এই দেব শিল্পীর পুজোর দিনে। তবে করোনা পরিস্থিতির ভয়াবহতা ভুলে গিয়ে তেলিয়ামুড়া বাজার জমজমাটের চেনা ছন্দে।