স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। দীর্ঘদিন রাজ্যের রাজনৈতিক আঙ্গিনায় আত্মনিয়োগ করে গেছেন প্রয়াত সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাশ।
তিনি সাংবাদিকতা ও সাংস্কৃতিক ক্ষেত্রেও উল্লেখযোগ্য ছাপ রেখে গেছেন। আজ সন্ধ্যায় রামনগরস্থিত বাসভবনে প্রয়াত গৌতম দাশের মরদেহে অন্তিম শ্রদ্ধা নিবেদন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
সেখানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরাও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। মুখ্যমন্ত্রী বলেন, গৌতম দাশের আকস্মিক প্রয়াণ অপ্রত্যাশিত। রাজনৈতিক ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন কর্মকান্ডের সাথে তিনি যুক্ত ছিলেন।
মুখ্যমন্ত্রী প্রয়াত গৌতম দাশের বিদেহী আত্মার সদগতি কামনা করে আগামীদিনে পরিবারের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।