Biswakarma Poja: দেবশিল্পী বিশ্বকর্মা পূজো উপলক্ষে গোটা রাজ্যে চলছে ব্যাপক তৎপরতা

স্টাফ রিপোর্টার, আগরতলা/ উদয়পুর, ১৬ সেপ্টেম্বর।। রাত পোহালেই বিশ্বকর্মা পূজা। দেবশিল্পী বিশ্বকর্মা পূজো উপলক্ষে গোটা রাজ্যে চলছে ব্যাপক তৎপরতা। ধর্মপ্রাণ মানুষ বিশ্বকর্মা পূজার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। রাত পোহালেই দেবশিল্পী বিশ্বকর্মা পূজা। কুমোর পাড়াতে বিভিন্ন স্থানে কারখানা হাট -বাজারে স্টুডিও তে চলছে প্রতিমার শেষ তুলির টান এবং কাজের সর্বশেষ মহড়া।

প্রতি বছরের ন্যায় এ বছরও নানা স্থানে চলছে শিল্পীদেব প্রতিমা তৈরী করতে দিনরাত কঠোর পরিশ্রম।আর কয়েক ঘন্টা পর শুক্রবার গোটা দেশ এবং রাজ্যের বিভিন্ন এলাকায় সরকারি, বেসরকারি কল কারখানায়, ব্যবসা প্রতিষ্ঠানে, সেন্ডিকেটে যান বাহন মালিক ও অনেকের বাড়িতেই হবে বিশ্বকর্মা পূজা।

উদয়পুর মহকুমার নেহেরু সুপার মার্কেটে মহিলা শিল্পী অনু দাস দেবনাথ জানান ,৫৪ বছর ধরে পূর্ণিমা স্টুডিওতে মাটির মূর্তির কারখানা রয়েছে। ২০ বছর একাজে স্বামী স্বপন দেবনাথ ও দুই ছেলে সুভাষ ও ছোট ছেলে অপু দেবনাথ সহ রাজ্যের বাইরে কয়েকজন শিল্পী সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। তবে অনু দাস দেবনাথ জানান, গত বছর ১৪০ টি মূর্তি তৈরি করেছেন।

আর এবছর ৮০ টি তৈরী করলেন। এখন পযন্ত ৫৬ টি মূর্তি বিক্রি হয়েছে।আশা বাকী মূর্তি গুলিও বিক্রি হবে।তবে এবছর লাভ অনেক কম। এদিকে উদয়পুর বাজারে ফল ও মালা সাজিয়ে বসে আসে দোকানীরা। রাজ্য করোনার দাপট কমে গেছেে। ফলে অনেকই আনন্দে উৎসবে মেতে উঠেছে ।

সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমার বিভিন্ন স্থানে বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?