Bhagaban Das: রাংরুং পঞ্চায়েতে শুকর খামার পরিদর্শন করলেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী ভহবান দাস

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১৬ সেপ্টেম্বর।। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী ভগবান দাস আজ চন্ডীপুর ব্লকের রাংরুং পঞ্চায়েতের সম্পা নমঃ ও চন্ডীপুর পঞ্চায়েতের সুকেশ দাসের শূকরের খামার পরিদর্শন করেন৷ উভয় খামার পরিদর্শন করে স্বনির্ভরতার লক্ষ্যে উদ্যোগের প্রশংসা করেন এবং সন্তোষ প্রকাশ করেন।

রাংরুংয়ের সম্পা নমঃ জানান, গতবছর তিনি তপশিলী জাতি কল্যাণ দপ্তর থেকে ১টি পুরুষ ও ৫টি মহিলা শূকর পালনের জন্যে ঘর, খাদ্য, ঔষধ সহ মোট ৯৭ হাজার টাকার সহায়তা পেয়েছেন।

এক বছরে তিনি দেড় লক্ষ টাকার শূকর ছানা বিক্রি করেছেন। একইভাবে ৯৭ হাজার টাকার সহায়তা পেয়ে চন্ডীপুরের সুকেশ দাসও বেশ বড়সর শূকরের খামার গড়ে তুলেছেন। তিনি এখন অব্দি প্রায় ২৫০টি শূকর ছানা বিক্রি করেছেন। এখন খামারে ১৯টি বড় ও ২২টি ছোট শূকর রয়েছে।

ঊনকোটি জেলার প্রাণী সম্পদ বিকাশ কার্যালয়ের উপঅধিকর্তা ডা. সমীরণ সিনহা জানান, সম্পা নমঃ ও সুকেশ দাস আগে থেকেই শুকর পালন করতেন। এখন সরকারি সহায়তা পেয়ে আরও উন্নতি করেছেন। দপ্তরের তরফেও তাদের কাছ থেকে বিভিন্ন স্কিমে শূকরের বাচ্চা ক্রয় করা হয়ে থাকে।

মন্ত্রী ভগবান দাসের সাথে খামার পরিদর্শনে ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি শ্যামল দাস, চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লাকি পাল (দাস), ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমী, চন্ডীপুর পঞ্চায়েতের প্রধান জ্যোৎস্না রাণী দাস, চন্ডীপুরের বিডিও এল টোছাওং, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উপঅধিকর্তা ডা. সমীরণ সিনহা, জেলা পশু হাসপাতালের সুপার ডা. শুভাশিস দেব চৌধুরী প্রমুখ।

খামার পরিদর্শন শেষে প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী ভগবান দাস শ্রীরামপুরে সীমান্ত উন্নয়ন তহবিলের অর্থে ১৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি যাত্রী শেডেরও উদ্বোধন করেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?