স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৪ সেপ্টেম্বর।। মঙ্গলবার দুপুরে গোলাঘাটি বাজারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে পুড়ে ছাই তিনটি দোকান। বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে খবর পাঠায় বিশালগড় দমকল কর্মীদের। তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে এনে পুরো বাজার রক্ষা করে।
এদিকে গত কিছুদিন আগে গোলাঘাটি বাজারে আগুনে কয়েকটি দোকান ভস্মীভূত হয়েছিল। কিন্তু বাজারের ব্যবসায়ীরা ওই সময় বিশালগড় দমকল ইঞ্জিন আটকে আন্দোলন করেছিল গোলাঘাটি এলাকায় একটি ফায়ার স্টেশন করার জন্য।
কিন্তু তাদের আন্দোলনে এলাকার নেতৃত্ব থেকে শুরু করে আন্দোলনকারীদের আশ্বাস দিয়ে সেখান থেকে দমকলের ইঞ্জিন নিয়ে যায়। কিন্তু আদৌ গোলাঘাটি বাজারে কোন ফায়ার স্টেশন তৈরি করার উদ্যোগ নেই।
তাই পুনঃরায় মঙ্গলবার বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভস্মীভূত হয় তিনটি দোকান। তাই ক্ষিপ্ত হয়ে এলাকার জনগণ বিশালগড় দমকল ইঞ্জিনকে আটকে রাখে।