অনলাইন ডেস্ক, ১৫ সেপ্টেম্বর।। হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোয়িস হত্যার ঘটনায় প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরিকে অভিযুক্ত করতে মঙ্গলবার একজন বিচারককে অনুরোধ করেছেন দেশটির প্রধান কৌঁসুলি। পাশাপাশি প্রধানমন্ত্রীর দেশত্যাগে বাধা দিতে কর্মকর্তাদের প্রতি অনুরোধও জানান তিনি।
ভয়েস অব আমেরিকা জানায়, একই দিন পোর্ট-অ-প্রিন্সের কৌঁসুলি বেড-ফোর্ড ক্লড প্রধানমন্ত্রী হেনরিকে তার সঙ্গে দেখা করতে অনুরোধ করেন। প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজনকে ঘটনার কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রী দুবার কল করেছিলেন, এরও ব্যাখ্যা দিতে বলেছেন ক্লড।
তিনি আদেশে লিখেছেন, হেনরির বিরুদ্ধে মামলা করার ও সরাসরি অভিযোগ আনার জন্য যথেষ্ট উপাদান রয়েছে।তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ দিকে সোমবার ক্লডের নিরাপত্তা বাড়ানোর জন্য বিচারমন্ত্রী রকফেলার ভিনসেন্ট হাইতির জাতীয় পুলিশ প্রধানকে নির্দেশ দেন। কারণ ওই কৌঁসুলি গত পাঁচ দিন ধরে ‘জরুরি ও ভীতিকর’ হুমকি পেয়ে আসছেন।
গত ৭ জুলাই রাতে হাইতির রাজধানী পোর্ট-এ-প্রিন্সের প্রেসিডেন্টের প্রাসাদে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল লোক হানা দেয়। তারা ৫৩ বছর বয়সী প্রেসিডেন্ট জোভনেল মোয়িসের ওপর কয়েকবার গুলি চালায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।