অনলাইন ডেস্ক, ১৪ সেপ্টেম্বর।। সেপ্টেম্বর সাড়ে চার বছর পূরণ করতে চলেছে উত্তর প্রদেশের যোগী সরকার। সূত্রের খবর, সম্ভবত সেই দিনেই প্রকাশ করা হবে সরকারের বিভিন্ন গঠনমূলক কাজের খতিয়ান।
এবার কে কিরকম কাজ করেছেন তার হিসাব নেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী। দেরি নেই ভোটের। বিধায়কের কাজের খতিয়ানের উপর ভিত্তি করে তৈরি হবে মার্কশিট।
২০২২ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করে ঘর গোছাতে শুরু করেছে যোগী সরকার। রাজ্যবাসী কাছে বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরবেন উত্তরপ্রদেশ সরকার। তাই বিধায়করা এতদিনকে কিরকম কাজ করেছেন তা বুঝে নেওয়ার পালা।
আগামী ১৯ সেপ্টেম্বরই সম্ভবত প্রকাশ করা হবে সরকারের বিভিন্ন গঠনমূলক কাজের খতিয়ান। ২০ সেপ্টেম্বর সমস্ত বিজেপি বিধায়করা নিজেদের রিপোর্ট প্রকাশ করবেন। তাঁদের নিজেদের বিধানসভা কেন্দ্রে কে কিরকম কাজ করেছেন তার রিপোর্ট পেশ করা হবে।
এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানো হবে। জনসংযোগ বাড়াতে বিশেষ গুরুত্ব দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। রাজনৈতিক মহলের একাংশের মতে, এইসব কর্মসূচির মাধ্যমে বিজেপি সরকার উত্তর প্রদেশের মানুষকে বার্তা দিতে চাইছে তারা সবসময় পাশে রয়েছে।