স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আখ্যায়িত করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা সুবল ভৌমিক।
আগামী ২২ সেপ্টেম্বর আগরতলা শহরে রেলি করার অনুমতি চাইল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতা দলের পক্ষ থেকে ২২ সেপ্টেম্বর রেলি করার অনুমতি চেয়ে মহকুমা পুলিশ আধিকারিক এর উদ্দেশ্যে আগরতলা পশ্চিম থানায় লিখিত আবেদনপত্র জমা দিয়েছেন।
এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে সুবল ভৌমিক বলেন, ১৫ সেপ্টেম্বর রেলি করার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু পুলিশ অন্য রাজনৈতিক দলের রেলি রয়েছে অজুহাত দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে রেলি করার অনুমতি দেয়নি।
১৬ সেপ্টেম্বর পুনরায় জেরার আবেদন করা হয়। এদিনও অনুমতি দেওয়া হয়নি। শেষ পর্যন্ত আজ পুনরায় আবেদন জানানো হয়েছে।রেলিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন।