Success: সিএ পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম হয়েছেন বোন, ১৮তম স্থান দখল করেছেন দাদা

অনলাইন ডেস্ক, ১৪ সেপ্টেম্বর।। সোমবার প্রকাশিত হয়েছে সিএ পরীক্ষার ফলাফল। সেখানেই চমকে দিয়েছেন একজোড়া ভাইবোন। সারা দেশের মধ্যে প্রথম হয়েছেন বোন, ১৮তম স্থান দখল করেছেন দাদা।

১৯ বছরের নন্দিনী আগরওয়াল অল ইন্ডিয়া টপার। মাত্র ২ বছরের বড় দাদা শচীন আগরওয়াল পেয়েছেন অষ্টাদশ স্থান। মধ্যপ্রদেশের মোরেনা জেলা থেকে পরীক্ষায় বসেছিলেন নন্দিনী।

তাঁর প্রাপ্ত নম্বর ৮০০-র মধ্যে ৬১৪। খুশিতে উচ্ছল নন্দিনী বলেন, ‘সেই স্কুল লেভেল থেকেই আমি আর দাদা একসঙ্গে পড়াশোনা করে এসেছি। আমরা আইপিসিসিএবং সিএ ফাইনালের জন্যও একত্রে প্রস্তুতি নিয়েছিলাম।’

পরিবার থেকে শুরু করে সকলকেই নিজেদের সাফল্য দিয়ে চমকে দিয়েছেন এই ভাইবোন। একেবারে জোড়া সাফল্যে খুশি মোরেনা জেলার বাসিন্দারাও।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?