অনলাইন ডেস্ক, ১৪ সেপ্টেম্বর।। ক্রিস্তিয়ানো রোনালদো আবারো তার পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন। যদিও জুভেন্তাস ছেড়ে তার ম্যানচেস্টার সিটিতে যাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলান পর্তুগাল অধিনায়ক।
মত বদলে রোনালদোর ওল্ড ট্রাফোর্ডে ফেরার পেছনে বড় ভূমিকা রেখেছেন স্যার অ্যালেক্স ফার্গুসন।
কারণ, রোনালদোকে চিরপ্রতিদ্বন্দ্বী সিটিতে কল্পনাও করতে পারেননি ম্যান ইউনাইটেডের সাবেক কোচ।
এক সাক্ষাৎকারে ফার্গুসন বলেন, ‘রোনালদোকে ফিরিয়ে আনতে (ম্যানচেস্টার ইউনাইটেডের) অনেকেই ভূমিকা রেখেছেন। আমি অবদান রেখে জেনেছি যে সত্যিই এখনে সে ফিরতে চায় কিনা। যা খুব জরুরি ছিল। ’
‘আমি বলব না এটা আবেগঘটিত ব্যাপার। কিন্তু এটা খুব উত্তেজনাপূর্ণ ছিল এবং খুব স্বস্তির। কারণ আমি তাকে (রোনালদো) ম্যানচেস্টার সিটির হয়ে খেলতে দেখা কল্পনাও করতে পারিনি। আমার মনে না কেউ এমন চেয়েছে। ’
তাই রোনালদোকে ইউনাইটেডে ফেরানোর পদক্ষেপ নেন ফার্গুসন, ‘এ কারণেই আমরা তাকে ফেরানোর পদক্ষেপ নিয়েছিলাম।
ক্লাব তাকে ভালোভাবে অনুসরণ করেছে। আমি গ্লেজারের (ইউনাইটেডের মালিক ম্যালকম গ্লেজার) সঙ্গে কথা বলেছিলাম এবং এরপর এটি হয়েছে। ’
ফার্গুসনের বিশ্বাস রোনালদো ইউনাইটেডের তরুণদের অনুপ্রাণিত করতে পারবেন, ‘আমি বিশ্বাস করি, বিশেষ করে তরুণ খেলোয়াড়দের ওপর সে বড় প্রভাব রাখবে। পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা তার রয়েছে। ’