স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ১৪ সেপ্টেম্বর।। রাজ্য শিক্ষা দপ্তরের তুঘলকী সিদ্ধান্তের কারণে রাজ্যে প্রতিদিন চলছে ছাত্র-ছাত্রীদের রাস্তা অবরোধ। তাতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ জনকে।
মঙ্গলবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার ঘোষ খামার স্কুলে শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পথ অবরোধ করে ছাত্র ছাত্রীরা। শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়িতে ছাত্র-ছাত্রীদের জাতীয় সড়ক অবরোধের জের কাটতে না কাটতেই, মঙ্গলবার বিলোনিয়া মহকুমার ঘোষ খামারে রাস্তা অবরোধের মতো ঘটনা ঘটে ।
বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লকের অধীন ঘোষ খামার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ইতিহাস বিষয় শিক্ষক জীবন ত্রিপুরার বদলির প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা ডিমাতলী থেকে রাধানগর যাওয়ার ঘোষ খামার এলাকায় রাস্তাটি অবরোধ করে রাখে । দুদিকে গাড়ির এবং বিভিন্ন যানবাহনের লাইন লেগে যায় এবং যাত্রী দুর্ভোগ চরমে । সকাল আটটা থেকে এগারটা চল্লিশ মিনিট পর্যন্ত চলে পথ অবরোধ ।
অতিসত্বর রাজ্য শিক্ষা দপ্তর শিক্ষা ব্যবস্থার এই সব তুঘলকী সিদ্ধান্তগুলোর যদি লাগাম না টানে তাহলে ছাত্র-ছাত্রীরা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারিি দিয়েছেে।রাস্তা অবরোধের ফলে অবরোধের দুদিক দিয়ে প্রচুর সংখ্যক যানবাহন আটকে পড়ে। তাতে যাত্রীদুর্ভোগ চরমে আকার ধারণ করে।
শিক্ষা দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে দিন দিন সমস্যা আরো বৃদ্ধি পাবে বলে রাজ্যের শিক্ষাবিদ থেকে সাধারণ জনগণ অভিমত ব্যক্ত করছেন,। অবরোধের ঘটনা প্রায় দুই ঘণ্টা পর অবশেষে রাজনগর থেকে বিদ্যালয় শিক্ষা আধিকারিক দয়া মোহন ত্রিপুরা ছুটে যান ঘোষ খামারে।
ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে শিক্ষক জীবন ত্রিপুরার বদলির আদেশ স্থগিত করেন।বিদ্যালয় শিক্ষা আধিকারিক শিক্ষকদের বদলির আদেশ স্থগিত করায় ছাত্রছাত্রীরা আপাতত আন্দোলন প্রত্যাহার করে নেয়।