Road Blocked: শিক্ষক বদলির প্রতিবাদে জোলাইবাড়িতে জাতীয় সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ১৩ সেপ্টেম্বর।।শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর পশ্চীম পিলাক দ্বাদশশ্রেনী বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক বিধান বৈদ্যের বদলির আদেশ বের হয়।

এই কথা জানার পর শিক্ষক বিধান বৈদ্যের বদলির আদেশ রদ করার জন্য বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ক্ষুব্ধ হয়ে জোলাইবাড়ী এলাকায় সাব্রুম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে।

অবরোধের বসার পর ছাত্র ছাত্রীদের কিছু সংখ্যক লোকজনদের হুমকির মুখে পরতে হয় বলে অভিযোগ। ছাত্র ছাত্রীরা অভিযোগ করে সাগরডেপা এলাকার জয়ন্ত বিশ্বাস ও অপর একজন ছাত্রদের গায়ে হাত উঠায়।

অপরদিকে ছাত্রদের উপর এই ধরনের আক্রমণের কথা জেনেও ছাত্র দরদী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতৃত্বরাও চুপচাপ বসে থাকায় নেতৃত্বদের প্রতি ক্ষোভ প্রকাশ করে ছাত্র ছাত্রীরা।

পরবর্তী সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শক, মহকুমা শাসকের কার্যালয় থেকে ডিসিএম ও আরক্ষা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পথ অবরোধ মুক্ত করে। তারা ছাত্র ছাত্রীদের আশ্বাস প্রদান করে শিক্ষক বিধান বৈদ্যের বদলির আদেশ রদ করা হবে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?