অনলাইন ডেস্ক, ১৪ সেপ্টেম্বর।। তিনি নাকি দেশের সর্বোচ্চ ধনী ভিখারি। যে কোন সরকারি বা বেসরকারি চাকুরেদের থেকে তার রোজগার কয়েকগুণ বেশি। বিলাসবহুল জীবনযাপনও করেন।
এই সেলিব্রিটি ভিখারির নাম ভরত জৈন। বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে মুম্বই নিবাসী ভরত জৈন হলেন দেশের সবচেয়ে ধনী ভিখারি। মুম্বইয়ের প্যারেল এলাকায় তিনি ভিক্ষা করেন।
শুধু মাত্র ভিক্ষা করে ভরত জৈন মাসে রোজগার করেন ৭৫ হাজার টাকা। ভরতের রয়েছে দুটি বিলাসবহুল আ্যপার্টমেন্ট। যার এক একটির মূল্য ৭০ লক্ষ টাকা।
বাবা, মা, স্ত্রী, দুই ছেলে এবং ভাইকে নিয়ে ভরতের সংসার। ভরতের মত না হলেও পিছিয়ে নেই কলকাতার লক্ষ্মী দাস। ভিক্ষা করে মাসে আয় ৩০ হাজার টাকা। ব্যাঙ্কে গচ্ছিত আছে বিপুল অর্থ।