অনলাইন ডেস্ক, ১৪ সেপ্টেম্বর।। প্রাক্তন আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহের বাসভবন থেকে ৬০ লাখ মার্কিন ডলার এবং ১৫টি স্বর্ণের বার উদ্ধার করার দাবি করেছে তালেবান যোদ্ধারা।
পাঞ্জশির প্রদেশে সালেহের বাসভবন থেকে এগুলো উদ্ধার করা হয় বলে দেশটির সংবাদ সংস্থা খামা প্রেস এবং তোলো নিউজ জানিয়েছে।
ডলার ও স্বর্ণ উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছে তালেবান। এতে তাদের যোদ্ধাদের উদ্ধারকৃত ডলার ও স্বর্ণের বার গুনতে দেখা যায়।
তবে এ বিষয়ে আমরুল্লাহ সালেহ কিংবা তালেবান বিরোধী প্রতিরোধ যোদ্ধারা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
সম্প্রতি পাঞ্জশিরে তালেবান যোদ্ধাদের অভিযানের মুখে বাসভবন থেকে পালিয়ে যান সাবেক আফগান প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ।
তালেবানের দাবি, সালেহ পার্শ্ববর্তী একটি দেশে পালিয়ে গেছেন। তবে তিনি দেশেই আছেন বলে পাল্টা দাবি করেছে বিদ্রোহীরা।
এদিকে দেশটির কুখ্যাত যুদ্ধবাজ নেতা আবদুর রশিদ দোস্তুমের প্রাসাদসম বাসভবনও দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। সেখানে বর্তমানে একজন তালেবান কমান্ডার অবস্থান করছেন।
এ নিয়ে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রতিবেদন করেছে। দারিদ্র্যকবলিত আফগানিস্তানে নেতাদের এমন বিলাসী জীবন যাপনে সামাজিক মাধ্যমে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন।