স্টাফ রিপোর্টার, কমলপুর, ১৪ সেপ্টেম্বর।। সোমবার গভীর রাতে কমলপুর থানার অন্তর্গত পূর্ব কুচাইনালা পঞ্চায়েতের কৌশিক নাগ বংশী গ্রামে এক বৃদ্ধ খুন হয়েছেন। মৃত ব্যাক্তির নাম মঙ্গগুরু নাগ বংশী (৭৫)।তিনি ছিলেন অকৃতদার।
ধলাই জেলার কমলপুরের কুচাইনালা পঞ্চায়েতে কৌশিক নাগ বংশী নামে এক বৃদ্ধকে নৃশংস ভাবে খুন করা হয়েছে।তিনি একাই থাকতেন। এই ঘটনায় পূর্ব কুচাইনালা পঞ্চায়েতের চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ এই বৃদ্ধ খুনের সাথে পাশের বাড়ির কৌশিক নাগ বংশী (২৬) জড়িত। বর্তমানে কৌশিক পলাতক।
ঘটনার পর জানা যায়, সোমবার রাতে মঙরু নাগ বংশী নিজের ঘরে পাশের বাড়ির কৌশিক নাগ বংশীকে নিয়ে মদ্য পান করে। একটা সময় মদের আসরে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক সময় কৌশিক নাগ বংশী মঙরু নাগ বংশীর ঘরে থাকা কুড়াল দিয়ে মাথায়, বুকে, হাত ও পায়ে আঘাত করে।
অর্ধ মৃত অবস্থায় নিজ ঘরে লুটিয়ে পড়ে। এরপর কৌশিক নাগ বংশী বৃদ্ধ মঙরু নাগ বংশীকে ঘর থেকে হ্যাচড়ে টেনে ঊঠানে এনে মৃত্যু নিশ্চিত করতে আবার কুড়াল দিয়ে মাথায় ও বুকে পর পর আঘাত করে। সমস্ত শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
মৃত্যু নিশ্চিত হওয়ার পর কৌশিক নাগ বংশী গা ঢাকা দেয়। কৌশিকও অবিবাহিত বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। ঘর থেকে কুড়াল উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। এই ঘটনায় পূর্ব কুচাইনালা পঞ্চায়েতে চাঞ্চল্য দেখা দিয়েছে।
এই ঘটনার ব্যাপারে পূর্ব কুচাইনালা পঞ্চায়েতে সদস্যা সুনতি সরকার ও মৃত বৃদ্ধের ভাইপো গুনধন নাগ বংশী জানান মদের আসরে পরিকল্পিত ভাবেই তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বৃদ্ধকে হত্যা সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ এ ব্যাপারে হত্যা সংক্রান্ত মামলা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেফতার এর জন্য তৎপরতা অব্যাহত রেখেছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।