স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে আজ সন্ধ্যায় সচিবালয়ে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নর্থ ইস্ট সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার রমেশ আর এস সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন।
সাক্ষাৎকারের সময় অর্থ দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, সচিব ব্রিজেশ পান্ডে, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার জিতেন্দ্র কান্ত ঠাকুর প্রমুখ উপস্থিত ছিলেন। চিফ জেনারেল ম্যানেজার রমেশ আর এস মুখ্যমন্ত্রীর হাতে পুষ্পস্তবক এবং একটি বৌদ্ধমূর্তি তুলে দেন। সাক্ষাৎকারকালে উভয়ের মধ্যে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মুখ্যমন্ত্রী রাজ্যে কৃষি সহ কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্র, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উন্নয়নে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি এবং গৃহীত উদ্যোগগুলি সম্পর্কে তাদের অবহিত করেন। তিনি বলেন, সরকারের পরিকল্পনার সাথে সমন্বয় রেখে ব্যাঙ্কগুলি তাদের কর্মসূচি গ্রহণ করলে জনগণ সবচেয়ে বেশি উপকৃত হবেন।
কৃষি সহ কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্র, রাবার, আগর, প্রাণী পালন, খাদ্য প্রক্রিয়াকরণের মতো সরকারের অগ্রাধিকারের ক্ষেত্রগুলিতে ব্যাঙ্ক ঋণ প্রদানের ক্ষেত্রে এস বি আই কে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান। এই ক্ষেত্রে ব্যাঙ্ক কর্মীদের ক্ষেত্র পর্যায়ে গিয়ে কাজ করার উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন।
তিনি বলেন, কৃষি সহ কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রের উন্নয়নের মাধ্যমে রাজ্যকে উন্নতির শিখরে পৌছানো সম্ভব। রাজ্য সরকারও সেই দিশাতেই কাজ করছে। পাশাপাশি স্ব-সহায়ক গোষ্ঠীর আর্থিক উন্নতিকল্পে সরকারের গৃহীত উদ্যোগগুলি বিষয়ে মুখ্যমন্ত্রী আলোচনায় তুলে ধরেন।
রাজ্যের অর্থনৈতিক বিকাশে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার যে ভিশন নিয়ে কাজ করছে সেই ভিশনের বাস্তবায়নে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া সদর্থক ভূমিকা নেবে বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষগণ আশ্বাস প্রদান করেন।