স্টাফ রিপোর্টার, অমরপুর, ১৪ সেপ্টেম্বর।।
অমরপুর ব্লকের বিএসির চেয়ারম্যানের বিরুদ্ধে দলবিরোধী অভিযোগ এনে তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে বিজেপি জনজাতি মোর্চার কর্মী-সমরকরা।
তাকে অবিলম্বে চেয়ারম্যানের পদ থেকে অপসারণের দাবি জানানো হয়েছে। অমরপুর ব্লকের বিএসির চেয়ারম্যানের অফিস কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি জনজাতির মোর্চার কর্মী-সমর্থকেরা। ঘটনাটি মঙ্গলবার অমরপুর আরডি ব্লকে ।
ঘটনার বিবরণে জানা যায় বর্তমান অমরপুর ব্লকের চেয়ারম্যান সঞ্জয় জমাতিয়া বিজেপি দলের মনোনীত বিএসির চেয়ারম্যান আছেন। কিন্তু উনার বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ তোলে বিজেপি কর্মী-সমর্থকরা আরও অভিযোগ তোলেন দীর্ঘদিন ধরে সঞ্জয় জমাতিয়া তিপ্রা মথা দলের পক্ষ হয়ে কাজ করে যাচ্ছেন।
এই অভিযোগ এনে মঙ্গলবার জনজাতি মোর্চার কর্মী-সমর্থকেরা সংঘবদ্ধভাবে অমরপুর ব্লকে এসে উনার অফিস কক্ষে তালা সহ উনার পদবীর সাইনবোর্ড খুলে ফেলেন ।
তাদের দাবি সঞ্জয় জমাতিয়া তিপ্রা মথা দলে যোগদান করেছেন ।তাই তারা এই ধরনের দল বিরোধী বি এ সি চেয়ারম্যান পরিবর্তন করতে চায়়। গোটা ঘটনায় একপ্রকার উওেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় । তবে এই ঘটনায় বর্তমান রাজ্য রাজনীতিতে তীব্র গুঞ্জন শুরু হয়েছে উল্লেখ্য |
বিষয় হলো সঞ্জয় জমাতিয়া রাজ্য জনজাতির মোর্চার এডভাইজার কমিটির সদস্য যাকে কেন্দ্র করে এবার দলবিরোধী কাজের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট সন্জয় বাবুর বরখাস্তের দাবি তুলেন স্হানিয় কর্মিসমর্থকরা।
অমরপুর ব্লকের বিএসির চেয়ারম্যানের বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ এনে তার কক্ষে তালা ঝুলিয়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির পারদ ঊর্ধ্বমুখী হয়েছে।
যেকোনো সময় দুটি বিবদমান রাজনৈতিক দলের মধ্যে হিংসাত্মক ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কাও রয়েছে।