অনলাইন ডেস্ক, ১৪ সেপ্টেম্বর।। উত্তর নাইজেরিয়ায় দুই সপ্তাহ আগে অপহৃত প্রায় ৭০ শিক্ষার্থীকে মুক্ত করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
জামফারা রাজ্যের গভর্নর বেলো মাতাওয়ালে সোমবার বলেন, নিরাপত্তা বাহিনী গভর্নর ডে সেকেন্ডারি স্কুল থেকে অপহৃত শিক্ষার্থীদের মুক্তি দেয়। এ জন্য কোনো মুক্তিপণ দিতে হয়নি বলেও জানান তিনি।
ভয়েস অব আমেরিকা জানায়, ভারী অস্ত্রে সজ্জিত বন্দুকধারীরা ১ সেপ্টেম্বর শিক্ষার্থীদের অপহরণ করে।
জামফারায় একই ধরনের হামলা অব্যাহতভাবে ঘটতে থাকায় রাজ্য সরকার সব স্কুল বন্ধ করে দিতে বাধ্য হয়।
ইউনিসেফ জানিয়েছে, নাইজেরিয়ায় গত এক বছরে একই ধরনের অন্তত ১০টি হামলা হয়েছে। এসব হামলায় ১ হাজার ৪৩৬ জন অপহরণের শিকার হয় এবং মারা গেছে ১৬ জন।
এই ঘটনায় প্রাথমিকভাবে ৭৩ জন ছাত্র অপহৃত হয়। তবে হামলার পরের দিন পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হয়েছিল।
মাতাওয়ালে বলেন, ‘অনুতপ্ত কিছু দস্যুদের ব্যবহার করে আমরা জানতে পারি, অপহরণকারীরা শিশুদের কোথায় রেখেছে। তারপর আমরা প্রায় ১০ দিন তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি, এবং রবিবার রাত ২টার দিকে পুলিশ কমিশনার অন্যদের সঙ্গে নিয়ে সেই জায়গা থেকে শিশুদের উদ্ধার করে আনতে সক্ষম হয়। ’
কর্তৃপক্ষের দাবি, মুক্তিপণের আশায় ডাকাতেরা এই ঘটনা ঘটিয়েছে।