স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।।
ক্যাপিটেল কমপ্লেক্স এলাকায় নির্মীয়মান বিধায়ক আবাসন আজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
নির্মাণস্থলে উপস্থিত হয়ে তিনি কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন ও ঘুরে দেখেন। এই আবাসনগুলির কাজ দ্রুততার সঙ্গে গুণগতমান বজায় রেখে সম্পন্ন করার নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন আধুনিক সুবিধা সম্পন্ন এই কমপ্লেক্সটির কাজ সম্পন্ন হয়ে গেলে বিধায়কদের এখানে থাকার সুযোগ তৈরি হবে। ফলে অন্যান্য আবাসনগুলিতে বিভিন্ন আধিকারিকগণ থাকার সুযোগ পাবেন। মুখ্যমন্ত্রী বলেন, এই আবাসনগুলি মহাকরণ সংলগ্ন হওয়ার ফলে সুবিধা হবে।
এই কমপ্লেক্সে থাকবে লাইব্রেরি, রিডিং রুম, তথ্যকেন্দ্র, জিমন্যাসিয়াম, মিটিং হল, ওয়েটিং হল সহ অন্যান্য পরিষেবা। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে সহ দপ্তরের অন্যান্য আধিকারিকগণ।