অনলাইন ডেস্ক, ১৪ সেপ্টেম্বর।। হ্যামস্ট্রিংয়ে চোটে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড গ্যারেথ বেলকে।
শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের অনুশীলনের সময় চোট পান বেল। সোমবার ওয়েলস জাতীয় দলের এই তারকার মেডিক্যাল টেস্টের রিপোর্ট আসে।
যে রিপোর্ট বলছে, দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে ৩২ বছর বয়সী তারকাকে।
অনুশীলনে চোট পাওয়ার পর তার ডান ঊরুতে ব্যান্ডেজ বাঁধা ছবি ছড়িয়ে পড়েছিল। চোটের কারণে রবিবার রাতে সেল্তা ভিগোর বিপক্ষে খেলতেও পারেননি বেল।
পরবর্তী আন্তর্জাতিক বিরতির আগে ব্যস্ত সূচি রিয়ালের। এমন সময় বেলকে হারানো স্পেনের সফলতম দলটির জন্য বড় ধাক্কা।
বেলকে আসলে চোট ভোগাচ্ছে অনেকদিন ধরেই। গত মৌসুমে টটেনহ্যাম হটস্পারে ধারে খেলার সময় তিন বার চোটে আক্রান্ত হন রিয়ালের হয়ে চারটি চ্যাম্পিয়নন্স লিগ জেতা এই তারকা। যার মধ্যে হাঁটুর সমস্যা নিয়ে ৪০ দিন, অসুস্থতার কারণে ১০ দিন এবং পেশির আরেক চোটে ১৮ দিন মাঠের বাইরে ছিলেন।