অনলাইন ডেস্ক, ১৪ সেপ্টেম্বর।। আইপিএল খেলতে ইংল্যান্ড থেকে দুবাই পাড়ি দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। স্ত্রী আনুশকা শর্মা ও মেয়ে ভামিকাও রয়েছেন তার সঙ্গে।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্ট বাতিল হওয়ায় একটু আগেভাগেই দুবাই পাড়ি দিতে পারলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক।
ইংল্যান্ড থেকে দুবাই উড়ে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন আনুশকা।
দুবাই পৌঁছে হোটেলের ছবিও নিজের স্টোরিতে শেয়ার করেন বলিউড অভিনেত্রী।
আনুশকা লিখেছেন, ‘ইংল্যান্ডকে বিদায়, সব সময়ের মতোই অসাধারণ অভিজ্ঞতা। ’
এদিকে দুবাইয়ে যে হোটেলে তারা রয়েছেন, সেই হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোহলি-আনুশকা দম্পতিকে স্বাগত জানাতে তৈরি করা হয় কোহলির একটি চকলেটের মূর্তি। বাইশ গজে যেভাবে একের পর এক বল মাঠ পার করান কোহলি, তার সেই ইমেজেই তৈরি করা হয়েছে এই মূর্তি।
হোটেলের ঘরে চকলেটের কোহলিকে দেখে আনন্দিত স্ত্রী অনুশকা।