Deprivation: রাজ্যের বন দপ্তরের কর্মীরা বারবার বঞ্চনার তালিকায় রয়ে গেছে বলে অভিযোগ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। দীর্ঘ বাম শাসনকাল থেকে শুরু করে বর্তমান বিজেপি- আইপিএফটি জোট সরকারের সময়কালেও রাজ্যের বন দপ্তরের কর্মীরা বারবার বঞ্চনার তালিকায় রয়ে গেছে বলে অভিযোগ৷

ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বন কর্মীরা পদমর্যাদা অনুযায়ী যে রকম সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন, রাজ্যের বনকর্মীরা সে রকম সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে বনকর্মীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন৷ বিভিন্ন রাজ্যের বন দপ্তরের রেঞ্জারেরা গেজেটেড অফিসার পদে চাকরি করলেও রাজ্যের রেঞ্জারেরা নন গেজেটেড পদে চাকরি করছেন৷

বন দপ্তরের কর্মীরা প্রতিদিন অর্থাৎ ছুটির দিনগুলিতে কর্তব্য পালন করে গেলেও রাজ্যের অন্য দপ্তরের কর্মীদের মত তের মাসের বেতন পাচ্ছেন না৷ রাজ্যের বন দপ্তরের কর্মীরা খালি পোশাক পরে কর্তব্য পালন করলেও পোশাকের কোন রকমের আর্থিক ভাতা পাচ্ছেন না৷

বন রক্ষা ও বন্য প্রাণী রক্ষার্থে প্রত্যেক রেঞ্জ অফিসগুলিতে গাড়ির ব্যবস্থা করার জন্য দীর্ঘদিন ধরে দাবি করা হচ্ছে৷ রাজ্যের এডহক প্রমোশন চালু হলেও বন দপ্তরের টিএএফএস গ্রেড ওয়ান অফিসার ছাড়া অন্য পদে কর্মরত বন কর্মীদের এখনো প্রমোশন দেওয়া হয়নি৷

বন কর্মীদের দীর্ঘ দিনের দাবিগুলি নিয়ে দপ্তরের রেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্প্রতি রাজ্যের নতুন দায়িত্ব প্রাপ্ত বনকর্মী এনসি দেববর্মার সাথে মিলিত হন৷ নতুন বনমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে বনকর্মীদের দাবিগুলি নিয়ে দপ্তরের মন্ত্রীর সাথে খোলামেলা আলোচনা করেন৷

বনমন্ত্রীর সাথে আলোচনাতে উপস্থিত ছিলেন রাজ্য রেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ দেববর্মা, সম্পাদক জয় বাহাদুর দেববর্মা, কোষাধ্যক্ষ সুমন ভৌমিক ও সদস্য গৌতম দেববর্মা৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?