Corona: চীনের উহানে শনাক্ত হওয়া কভিড-১৯ সংক্রমণে মৃত্যুর সাড়ে ৪৬ লাখ পেরিয়েছে

অনলাইন ডেস্ক, ১৪ সেপ্টেম্বর।। লকডাউন, বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি পালন ও গণ টিকাদান সত্ত্বেও দেশে দেশে করোনার দাপট খুব একটা কমেনি। বিশেষ করে ভাইরাসের ভারতীয় ধরন ডেল্টা নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব। শিগগিরই করোনার নতুন ঢেউয়ের আশঙ্কা করছে কোনো কোনো দেশ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে শনাক্ত হওয়া কভিড-১৯ সংক্রমণে মৃত্যুর সাড়ে ৪৬ লাখ পেরিয়েছে। যদিও কোনো কোনো হিসাবে এ সংখ্যা আরও বেশি।

গত ৮ সেপ্টেম্বর ৪৬ লাখের ঘর পার হয় মৃতের সংখ্যা। অর্থাৎ, ৬ দিনে বিশ্বে মারা গেছে আরও অর্ধ লাখ মানুষ।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ জানায়, এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ২২ কোটি ৬১ লাখ ৪ হাজার ৬২ জন মানুষ। মারা গেছে ৪৬ লাখ ৫২ হাজার ৬৪০ জন। সুস্থ হয়ে উঠেছেন ২০ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৬০৩ জন।

আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মৃত্যুতেও দেশটি এক নম্বরে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ কোটি ২১ লাখ ৪০ হাজার ১০৩ জন।

মারা গেছে ৬ লাখ ৮০ হাজার ২৭৪ জন।

৩ কোটি ৩২ লাখ ৮৮ হাজার ২১ জন শনাক্তের হিসাব নিয়ে সংক্রমণে দ্বিতীয় ভারত। দেশটিতে মারা গেছে ৪ লাখ ৪৩ হাজার ২৪৭ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ কোটি ১০ লাখ ৬ হাজার ৪২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৫ লাখ ৮৭ হাজার ১৩৮ জন মানুষ, যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয়।

যুক্তরাজ্যে শনাক্ত হয়েছে ৭২ লাখ ৫৬ হাজার ৫৫৯ জন ও মারা গেছে ১ লাখ ৩৪ হাজার ২৬১ জন।

এরপর থাকা রাশিয়ায় ৭১ লাখ ৫৮ হাজার ২৪৮ জন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ১ লাখ ৯৩ হাজার ৪৬৮ জন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?