Corona: চিনের ফুজিয়ান প্রদেশে করোনা ছড়ানোর সঙ্গে একটি প্রাথমিক বিদ্যালয়ের সম্পর্ক ধরা পড়েছে

অনলাইন ডেস্ক, ১৪ সেপ্টেম্বর।। করোনার উৎসস্থল চীনে চিহ্নিত হলেও দেশটি সফলভাবে পরিস্থিতি সামাল দিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে ভাইরাসের প্রাদুর্ভাব কিছু কিছু অঞ্চলে নতুন করে দেখা যাচ্ছে। এর মধ্যে ফুজিয়ান প্রদেশে করোনা ছড়ানোর সঙ্গে একটি প্রাথমিক বিদ্যালয়ের সম্পর্ক ধরা পড়েছে।

প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানায়, এক শিক্ষার্থীর বাবার মাধ্যমে করোনা ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে, যিনি গত সপ্তাহে করোনা পজিটিভ হয়েছিলেন।

চার দিনে ১০০ জনের সংক্রমণ ধরা পড়ায় ফুজিয়ান কর্তৃপক্ষ এক সপ্তাহের মধ্যে সব শিক্ষক ও শিক্ষার্থীদের পরীক্ষার নির্দেশ দিয়েছে।

চীনের করোনার উৎসস্থল ধরা হয় উহানকে। এরপর সাম্প্রতিক নানজিং প্রাদুর্ভাবকে বড় মনে করা হতো। এর এক মাস পরই ফুজিয়ানের এ ঘটনা।

ফুজিয়ানের পুটিয়ান শহরে ৩০ লাখ মানুষের বসবাস। এ কারণে নতুন সংক্রমণকে গুরুতরভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে। এটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্থানগুলোর একটি ধরা হতে চলেছে।

বলা হচ্ছে, ওই শিক্ষার্থীর বাবার ৪ আগস্ট সিঙ্গাপুর থেকে ফেরেন। এর ৩৮ দিন পর করোনা পরীক্ষায় পজিটিভ ফলাফল আসে।

ওই ব্যক্তি ২১ দিন কোয়ারেন্টাইনে ছিলেন, এই সময় নয়টি নিউক্লিক এসিড এবং সেরোলজিক পরীক্ষায় ফলাফল নেগেটিভ ছিল।

শিক্ষার্থীর বাবা প্রকৃতপক্ষে বিদেশে সংক্রমিত ছিলেন কিনা তা স্পষ্ট নয়, কারণ এত দীর্ঘ সময়ে ভাইরাস অস্ফুট থাকা খুবই অস্বাভাবিক।

এমন পরিস্থিতিতে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। একে বলা হচ্ছে, উহানের পর করোনা নিয়ে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই।

ইতিমধ্যে বিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পুটিয়ান ত্যাগ করতে হলে ৪৮ ঘণ্টার মধ্যে প্রাপ্ত কভিড নেগেটিভ রেজাল্ট দেখানোর নির্দেশনা এসেছে। এ ছাড়া জনসমাগম স্থানে বিধিনিষেধ দেওয়া হয়েছে।

কাছাকাছি কয়েকটি শহরে সংক্রমণ দেখা দেওয়ায় বিধিনিষেধ জারি হয়েছে। আর এ ভাইরাসের ধরন হলো ভারতীয় ডেল্টা।

গোল্ডেন উইক নামে পরিচিত মধ্য-শরতের জাতীয় ছুটির আগেই করোনার এমন অশনি সংকেত দেখা গেল। এ সময় সাধারণত ভ্রমণের মওসুম হিসেবে পরিচিত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?