Blocked: জাতীয় সড়ক চার লেনের হচ্ছে, ক্ষতিপূরণের দাবীতে অবরোধ আন্দোলন জুমিয়াদের

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর।।একদিকে যোগাযোগ ব্যবস্থাকে সচ্ছল করতে জাতীয় সড়ক চার লেনের কাজ চলছে, অন্যদিকে এলাকায় বসবাসরত জুমচাষীরা ক্ষতির সম্মুখীন।

কারণ রাস্তা চার লেনের তৈরি হওয়াতে জাতীয় সড়কের পাশের পাট্টা প্রাপক উপজাতি পরিবারগুলি যারা একমাত্র জুম চাষের উপর নির্ভরশীল তাদের জুমের বিভিন্ন ফসল সবজি নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলেই জাতীয় সড়ক অবরোধ করে ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্ত উপজাতি পরিবারগুলি।

ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের ৪৭ মাইল এলাকায়। জানা যায় জাতীয় সড়ক প্রশস্ত করার ফলে জাতীয় সড়কের পাশের উপজাতি পরিবারগুলির বিভিন্ন ফলের বাগান, সুপারি গাছ, জুমের ধান সহ জুমের অন্যান্য সবজি রাস্তার পাহাড় কাটার ফলে নষ্ট হয়ে গেছে।

প্রথমাবস্থায় তারা এলাকায় অবস্থানরত নীতিন সাও কোম্পানির লোকদের সাথে কথা বলেন তাঁদের ক্ষতিপূরণের জন্য। সেখান থেকে কোনো আশ্বাস না পেয়ে দপ্তরে দপ্তরে এমনকি মহুকুমা প্রশাসনের কাছেও ক্ষতিপূরণ চাইতে যায়। সেখানে বিফল হয়ে আজ জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হয়।

যার খেসারত দিতে হয়েছে কয়েক শত যান চালক এবং যাত্রীদের। পরবর্তী সময়ে মহকুমা শাসকের হস্তক্ষেপে এবং আলোচনা সাপেক্ষে সরকারের নজরে নিয়ে আসবে বলে আশ্বাস দিলে পথ অবরোধ মুক্ত হয়।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?