স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ১৪ সেপ্টেম্বর।। বিভিন্ন দাবির ভিত্তিতে ১৪ ই সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে উত্তর জেলার জাতীয় সড়কে চলছে অবরোধ । চলবে ১৫ ই সেপ্টেম্বর দুপুর ১২ টা পর্যন্ত। যাত্রীদের অসুবিধা কথা চিন্তা করে রেল পরিষেবা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করলো উত্তর জেলার বি এম এস।
যান শ্রমিকদের স্বার্থে বেশকিছু দাবি দাওয়া নিয়ে মঙ্গলবার দুপুর ১২ টা থেকে আগামীকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত উত্তর জেলায় অন্তর্গত জাতীয় সড়ক এবং রেল সড়ক অবরোধের করার ডাক দিয়েছিল উত্তর জেলার বি এম এস।
অবশেষে ট্রেন যাত্রীদের কথা চিন্তা করে রেলপরিষেবা অবরোধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়। এমনই জানালেন উত্তর জেলা বি এম এস এর সম্পাদক বিপ্লব দাস ।
তিনি আরো জানিয়েছেন ,ধর্মনগরে রেল ডিভিশন স্থাপন,যারা যান চলাচলের সঙ্গে যুক্ত তাদেরকে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় এনে জাতীয় স্বাস্থ্য বীমার অন্তর্ভুক্ত করা, যানবাহনের সঙ্গে জড়িত শ্রমিকদের সরকারের পক্ষ থেকে ন্যূনতম মাসিক ভাতা প্রদানের ব্যবস্থা করা।
তাদেরকে বি পি এল এর অন্তর্ভুক্ত করে সরকারি সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা করা এই দাবি গুলো নিয়েই আজ থেকে ২৪ ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করা হয়।
তবে রেল পরিষেবা চালু থাকলেও মঙ্গলবার সকালে বিএমএস কর্মীদের উদ্যোগে একটি মিছিল সহকারে ধর্মনগরে রেলডিভিশন স্থাপনের দাবিতে রেল কতৃপক্ষের নিকট ডেপুটেশন দেওয়া হয়েছে ।
অবিলম্বে এসব দাবি মেনে না নেওয়া হলে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে বি এম এস এর পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয হয়েছে।