অনলাইন ডেস্ক, ১৪ সেপ্টেম্বর।। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডে শিখর ধাওয়ানকে রাখেনি ভারত। অথচ চলতি মৌসুমের আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান তারই।
প্রথম সারির খেলোয়াড়দের অনুপস্থিতিতে শ্রীলঙ্কা সফরে সাদা বলে ভারতকে নেতৃত্বও দেন ধাওয়ান। এরপরও ধাওয়ানের বিশ্বকাপ দলে ঠাঁই না হওয়ায় হতাশ দেশটির সাবেক ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ার।
এক সাক্ষাৎকারে সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘শিখর ধাওয়ান দলে না থাকায় আমি হতবাক। ও দলের হয়ে নিয়মিত ভালো পারফর্ম করেছে। ভারতীয় নির্বাচকদের জন্যও এটি খুবই হতাশার যে তাদের শিখর ধাওয়ানের মতো ক্রিকেটারদের দল থেকে বাদ দিতে হচ্ছে। কারণ ব্যাটসম্যান হিসাবে ও বিশ্বের যে কোনো দলে হেসেখেলে নিজের জায়গা করে নিতে সক্ষম। ও নিজেকে একাধিকবার প্রমাণ করেছে এবং আমার মনে হয় না ওর মতো ক্রিকেটারকে বাদ দেওয়া উচিত। ’
তবে ধাওয়ানের বাদ যাওয়াতে হতাশ হলেও নির্বাচকদের সমস্যা বুঝতে পারছেন ৮৩ বছর বয়সী ফারুখ, ‘সত্যি বলতে এই দলের কাকেই বা বাদ দেওয়া যেতে পারে?
লোকেশ রাহুল দারুণ পারফর্ম করেছে এবং আমার মতে ও বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। রোহিত শর্মা নিজের সেরা ফর্মে রয়েছে। সব মিলিয়ে এটা অত্যন্ত মজবুত একটি দল, যার মধ্যে বিশ্বকাপ জেতার সবরকম দক্ষতা রয়েছে। ’