স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। লেফুঙ্গা ব্লকের বিএসির চেয়ারম্যানের প্রতি ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার 9 দফা দাবিতে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয় তিপ্রা দল।
দাবির সমর্থনে তারা বিক্ষোভ মিছিল সংঘটিত করে এবং ব্লক আধিকারিকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে।
লেফুঙা ব্লকের বিএসি চেয়ারম্যান হিসেবে রনবীর দেবর্বমাকে না মানা সহ লেফুঙাবাসির স্বার্থে ৯ দফা দাবি নিয়ে তিপ্রা দল ২নং মোহনপুর ব্লক কমিটির তরফে মঙ্গলবার দুপুরে লেফুঙা ব্লকে এক ডেপুটেশন প্রদান করা হয় ।
বোধজংনগর ওয়াকিনগর কেন্দ্রের এমডিসি রুনিয়াল দেবর্বমার নেতৃত্বে লেফুঙা বাজার থেকে তিপ্রা দলের কর্মী সমর্থকদের একটি মিছিল বের হয়ে লেফুঙা ব্লক সংলগ্ন স্থানে এসে জড়ো হয়।
সেখান থেকে এমডিসি রুনিয়াল দেবর্বমার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ব্লকের ভিতরে গিয়ে বিডিও এম কে চাকমার সাথে সাক্ষাতে মিলিত হয়ে তাদের দাবি সনদটি তুলে দেন উনার হাতে।তিপ্রা দলের এদিনের ব্লক ডেপুটেশনকে কেন্দ্র করে লেফুঙা ব্লক চত্ত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়।দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।