Retirement: সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার ব্রেন্ডন টেইলর

অনলাইন ডেস্ক, ১৩ সেপ্টেম্বর।। সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার ব্রেন্ডন টেইলর। সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলতে নামবেন তিনি।

রবিবার ইনস্টাগ্রামে করা পোস্টে ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন ৩৪ বছর বয়সী টেইলর। ২০০৪ সালে জিম্বাবুয়ের হয়ে অভিষেক টেইলরের।

ওয়ানডে ফরম্যাটে তিনি নিজেকে সবচেয়ে বেশি মেলে ধরতে পেরেছেন। এই ফরম্যাটে ২০৪ ম্যাচে ৬৬৭৭ রান তার। সেঞ্চুরি ১১টি, ফিফটি ৩৯টি।

৩৪ টেস্টে ৬ সেঞ্চুরি ও ১২ ফিফটিতে ২৩২০ রান করেছেন। ৪৫ টি-টোয়েন্টিতে ৬ ফিফটিতে তার রান ৯৩৪।

প্রথম মেয়াদে জিম্বাবুয়েকে ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত নেতৃত্ব দেন টেইলর। ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তবে সেই আসরের পর কলপ্যাক চুক্তিতে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলেন তিনি।

২০১৭ সালে নটিংহ্যামশায়ারের সঙ্গে চুক্তি শেষের পর আবারো দেশের হয়ে খেলতে শুরু করেন।
জিম্বাবুয়েকে এরপর নেতৃত্বও দিয়েছেন। সব মিলিয়ে ৭১টি ম্যাচে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিয়েছেন টেইলর।

বিদায়কালে আবেগঘন বার্তায় তিনি লিখেন, ‘১৭ বছর ধরে চরম উঠানামার ভেতর দিয়ে গেলেও আমি এটা এক মুহূর্তের জন্যও বদলাতে চাইব না। এটা আমাকে বিনয়ী হতে শিখিয়েছে, দীর্ঘ সময় ধরে যে অবস্থানে ছিলাম সেটা যে কতটা ভাগ্যের…। গর্বের সঙ্গে ব্যাজটা পরতে শিখিয়েছে, মাঠে সবকিছু উজাড় করে দিতে শিখিয়েছে। ’

সেই সঙ্গে তৃপ্তি নিয়েই অবসরে যাওয়ার কথা লিখেছেন তিনি, ‘২০০৪ সালে যখন দলে আসি, তখন আমার লক্ষ্য ছিল দলকে তখনকার চেয়ে ভালো অবস্থানে নিয়ে যাওয়া। আশাকরি আমি সেটা পেরেছি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?