অনলাইন ডেস্ক, ১৩ সেপ্টেম্বর।। ৫৬০ দিন পর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের ম্যাচ। দিনটা তাই একটু অন্য রকমই ছিল স্প্যানিশ জায়ান্টদের জন্য। কিন্তু সেল্তা ভিগোর বিপক্ষে মাঠের লড়াইয়ে দুই দফায় পিছিয়ে পড়ল দলটি। অবশ্য করিম বেনজেমা তুলে হ্যাটট্রিক।
সুবাদে বার্নাব্যুতে প্রত্যাবর্তনের ম্যাচটা জয়েই রাঙাল লস ব্লাঙ্কোসরা। লা লিগায় রবিবার ৫-২ গোলে জয় তুলে নেয় রিয়াল। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠে গেছে কার্লো আনচেলত্তির দল। ৪ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট তাদের। সমান ১০ পয়েন্ট নিয়েও গোলগড়ে পিছিয়ে থাকায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ভ্যালেন্সিয়া ও আতলেতিকো মাদ্রিদ।
এদিন ম্যাচের ৪ মিনিটেই সান্তি মিনা এগিয়ে দেন সেল্তাকে। ২৪ মিনিটে বেনজেনা সমতায় ফেরান রিয়ালকে। তবে ৩১ মিনিটে ফ্রানকো সার্ভির গোলে ফের এগিয়ে যায় সেল্তা। ২-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় অতিথিরা।
রিয়ালের পক্ষে সমতা ফেরানো দ্বিতীয় গোলটিও করেন বেনজেমা। বিরতির পরই ম্যাচের ৪৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি আদায় করেন ফরাসি তারকা।
৫৪ মিনিটে ভিনিসিউস জুনিয়র লিড এনে দেন রিয়ালকে। ৭২ মিনিটে অভিষিক্ত এদুয়ার্দো কামাভিঙ্গা ব্যবধান ৪-২ করেন। ৮৭ মিনিটে বেনজেমা পেনাল্টি থেকে গোল করলে ৫-২ গোলে জয় নিশ্চিত হয় রিয়ালের।
বার্নাব্যুতে এই ম্যাচের আগে সবশেষ ম্যাচ হয়েছিল ২০২০ সালের ১ মার্চ। যে ম্যাচে বার্সেলোনাকে হারিয়েছিল রিয়াল। । এরপর সংস্কার কাজ শুরু হয় মাঠের। এখনো যা চলছে। তবে এদিন ৩০ হাজার দর্শক মাঠে বসে খেলা উপভোগের সুযোগ পেয়েছেন।