স্টাফ রিপোর্টার, মোহনপুর, ১৩ সেপ্টেম্বর।।
মানুষের মূল মৌলিক চাহিদা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান। এর সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষা, পানীয়জল, বিদ্যুৎ, স্বাস্থ্য। এই ৭টি মৌলিক চাহিদা পুরণ করার লক্ষ্যে কেন্দ্র এবং রাজ্যের বর্তমান সরকার কাজ করে চলেছে।
আজ মোহনপুর পুর পরিষদের কার্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রী আবাস যোজনার (গ্রামীণ) পঞ্চম ডিপিআর-এর ওয়ার্ক অর্ডার প্রদান এবং কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।
তিনি বলেন, 2022-2023 সালের মধ্যে সবার জন্য পাকাবাড়ি নির্মাণ করে দেওয়ার কথা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। তার এই সিদ্ধান্তকে কার্যকর করার জন্য রাজ্য সরকারও একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মাণ হয়েছে এবং নির্মাণের কাজ চলছে।
2022 সালের ডিসেম্বর মাসের মধ্যে প্রতিটি বাড়িতে পানীয়জল পৌঁছে দেওয়ার লক্ষ্যেও রাজ্যে কাজ করা হচ্ছে। তিনি বলেন, মোহনপুর এলাকায় উন্নয়নের ব্যাপক কর্মযজ্ঞ চলছে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন মোহনপুর পুরপরিষদের প্রাক্তন চেয়ারপার্সন মতিলাল দাস৷
স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর পুরপরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা মহকুমা শাসক সুভাষ দত্ত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুরপরিষদের প্রাক্তন ভাইস চেয়ারপার্সন অনিতা দেবনাথ।
অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ তুলাবাগান এলাকার ২০টি পরিবারের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-য় নির্মীয়মান ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আজ ৪৫০টি পরিবারকে ওয়ার্ক অর্ডার প্রদান করা হয়েছে।