Prachi Deshai: বিদেশে পৌঁছে যখন তিনি সত্যি কথাটি জানতে পারেন, প্রেমিককে কিছু বলেননি

অনলাইন ডেস্ক, ১৩ সেপ্টেম্বর।। টিভি সিরিয়াল থেকে বলিউডে পা রেখে আলোচিত ও সফল কিছু ছবির সঙ্গী হয়েছিলেন প্রাচী দেশাই। বছর চারেক বড়পর্দা থেকে বিরতির পর সম্প্রতি কাজে ফিরেছিলেন তিনি। সেখানে বলা হয়, প্রেমিকের সঙ্গে কথা বলে প্রাচী জানতে পারেন, নির্দিষ্ট একটি দেশে রয়েছেন তিনি।

প্রেমিককে চমকে দিতে সঙ্গে সঙ্গে বিমানের টিকিট কেটে ফেলেন অভিনেত্রী। মন তখন ফুরফুরে। উড়ে গেলেন সেই দেশে। কিন্তু গিয়ে জানতে পারলেন, তার প্রেমিক আদৌ সেই দেশে নেই। প্রাচীকে মিথ্যা কথা বলেছেন প্রেমিক।

এরপর কী হলো? প্রাচী তখনই ফিরে আসেননি দেশে। বরং সদ্য পাওয়া আঘাত সারানোর জন্য সে দেশেই ঘুরে বেরিয়েছেন। নিজেকে সময় দিয়েছেন তিনি। সেই অভিজ্ঞতার কথা নিজেই এক সাক্ষাৎকারে জানান ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’ অভিনেত্রী।

পরিচালক রোহিত শেঠির সাবেক প্রেমিকা প্রাচী জানান, বিদেশে পৌঁছে যখন তিনি সত্যি কথাটি জানতে পারেন, প্রেমিককে কিছু বলেননি।

এমনকি তার সঙ্গে কথা বলার সময়ে খানিক চুপ করে গিয়েছিলেন। তাতেই তার প্রেমিক চমকে যান। বুঝতে পারছিলেন না, কী ঘটেছে। কিন্তু প্রাচী সে দিকে মন না দিয়ে নিজের মতো করে ছুটি কাটিয়েছিলেন।

সাক্ষাৎকারে প্রাচী বলেন, ‘‘সেই ঘটনার পর আমার ওই ছুটিটা খুব দরকার ছিল। নিজেকে সময় দিয়েছিলাম। ”

রবিবার তেত্রিশে পা দিয়েছেন প্রাচী। নিজের জীবনের সেই ঘটনা বর্ণনা করার সময়ে জানান, কখনো কারো কাছ থেকে আঘাত পেলে সঙ্গে সঙ্গে তিনি নিজের কষ্টের কথা মন খুলে বলতে পারেন না। বরং চুপ করে যান তিনি।

প্রাচীর কথায়, ‘‘জানি এই প্রবণতা হয়তো কখনো কখনো অস্বাস্থ্যকর হয়ে যায়। কিন্তু আমি বলতে পারি না। পরবর্তীকালে প্রয়োজন পড়লে বলি। ”

২০১৬ সালে ‘রক অন টু’ ছবিতে দেখা যায় প্রাচীকে। চলতি বছর জি ফাইভে মুক্তি পেয়েছে ‘সাইলেন্স… ক্যান ইউ হেয়ার ইট’। হাতে আছে ‘কোসা’ ও ‘ফরেনসিক’।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?