অনলাইন ডেস্ক, ১৩ সেপ্টেম্বর।। আচমকা কানের ভেতরটা ফড়ফড় শব্দে যেন ফেটে যাবার উপক্রম! মনে হচ্ছে কোনো দৈত্য-দানব হেঁটে বেড়াচ্ছে। এরকম উদ্ভুত পরিস্থিতিতে কম-বেশি সবাইকে পড়তে হয়েছে!
এ ধরনের পরিস্থিতি তৈরি হয় কানে যখন জীবন্ত একটি পিঁপড়া বা পোকা ঢুকে দিগবিদিক ছুটাছুটি শুরু করে! আর যতক্ষণ না পর্যন্ত এই ভীতিকর কষ্ট থেকে মুক্তি না আসে ততক্ষণ পর্যন্ত তীব্র অস্বস্তিতে ভোগতে হয় আমাদের।
কানে পিঁপড় বা পোকা ঢুকলে করনীয়ঃ
শুনে অবাক হবেন যে, কানে পিঁপড়া বা পোকা ঢোকার পরে যদি তা দ্রুত বের না করতে সক্ষম হন তবে সেটি আপনার মস্তিষ্কে ঢুকে যেতে পারে। তাই যত দ্রুত সম্ভব যেকোনো উপায়েই হোক সেটি বের করে নিতে হবে।
পিঁপড়া কিংবা জীবন্ত পোকা যদি ঢুকেই যায় এক্ষেত্রে কানের ভেতর সামান্য অলিভ অয়েল বা সরিষার তেল দিতে পারেন।
এতে পিঁপড়া বা অন্য কোনো পোকা থাকলে সেটি মরে যাবে। তবে মনে রাখুন, বেখেয়ালি খোঁচাখুঁচি করতে যাবেন না, তাতে বরং বিপদ বাড়তে পারে। আর শিশুর কানে কিছু ঢুকলে ভয়ে কান্নাকাটি না করে দ্রুত চিকিত্সকের শরণাপন্ন হতে হবে।
নিজ থেকে কানের ভেতরে ঢুকে পড়া পিঁপড়া বা পোকা আটকে যাবার পর তা বের করে নিতে যদি সক্ষম না হন তবে শিগগিরই নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তারের দারস্থ হতে হবে।
কানে যেসব ঢুকতে পারেঃ
পিঁপড়া, মশা, মাছি, আস্ত তেলাপোকা, পিঁপড়া ইত্যাদি।
চাল, ডাল, ধান, ফলের বীজ, মুড়ি, চিঁড়া
কটন বাড বা তুলার অংশ বিশেষ ম্যাচের কাঠি,
পুঁতির দানা পেনসিলের শীষ পাখির বা মুরগির পালক
রাবার, কাগজ, ফোম, ছোট জাতীয় খেলনার অংশ বিশেষ
যেসব উপসর্গ দেখা দিতে পারে?
কানে প্রচণ্ড রকমের অস্বস্তি
তীব্র ব্যথা
শ্রবণশক্তি কমে যাবার উপক্রম