অনলাইন ডেস্ক, ১৩ সেপ্টেম্বর।। দীর্ঘদিনের বয়ফ্রেন্ড স্যাম আসগারির সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন ব্রিটনি স্পিয়ার্স। রিং পরা অবস্থায় ইনস্টাগ্রামে এক যুগলবন্দী ভিডিও-ওপোস্ট করেছেন এই গায়িকা।
১৩ বছরের অভিভাবকত্ব শেষ করার জন্য বৈধ লড়াই চালিয়ে যাচ্ছেন স্পিয়ার্স। যা তার ব্যক্তিগত জীবন ও অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ করছে।
স্পিয়ার্স জানিয়েছেন, আসগারিকে বিয়ে করলে বা সন্তান নিলে তাকে এই অভিভাবকত্ব থেকে রক্ষা করবে।
মানসিকভাবে অসুস্থ থাকার সময় ২০০৮ সালে উদ্বিগ্নতার কারণে স্পিয়ার্সের অভিভাবকত্ব আরোপ করা হয়।
৩৯ বছর বয়সী স্পিয়ার্সের এর আগে দুবার বিয়ে হয়। ২৭ বছর বয়সী আসগারির জন্ম ইরানের রাজধানী তেহরানে। ১২ বছর বয়সে লস অ্যাঞ্জেলসে চলে আসেন পেশায় এই ব্যক্তিগত প্রশিক্ষক ও অভিনেতা।
আসগারিও আলাদা এক ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। যে ছবিতে স্পিয়ার্সের আঙুলে রয়েছে বাগদানের রিং এবং দুজনে রয়েছেন চুম্বনরত অবস্থায়। স্পিয়ার্স-আসগারির প্রথম সাক্ষাৎ হয় ২০১৬ সালে।