অনলাইন ডেস্ক, ১৩ সেপ্টেম্বর।। সারা বিশ্বে আঘাত হানা কভিড-১৯ মহামারির আড়ালে গত বছর নিহত হয়েছে ২২৭ জন পরিবেশ রক্ষাকারী।
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তনের বিপরীতে বন, জল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ রক্ষায় যারা কাজ করছেন, তাদের ওপর হামলা বেড়েছে। আর আক্রান্ত হয়ে মৃত্যুর দিক থেকে রেকর্ড হয়েছে ২০২০ সালে।
সোমবার এ বিষয়ে প্রতিবেদনে প্রকাশ করেছে পরিবেশ ও মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষক সংস্থা গ্লোবাল উইটনেস।
সারা বিশ্ব থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করেছেন সংস্থাটি। সেখানে দেখা যায়, পরিবেশ রক্ষা করতে গিয়ে গড়ে প্রতি সপ্তাহে চারজনের মতো মানুষ খুন হয়েছে।
গ্লোবাল উইটনেস জানায়, হত্যাকাণ্ডের বেশির ভাগ ঘটনা ঘটেছে ল্যাটিন আমেরিকায়। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা কম্বোডিয়ার। এ অঞ্চলে আদিবাসীদের জমি অথবা বন ও কোকা ক্ষেত রক্ষা করতে গিয়ে ৬৫ জন খুন হয়েছেন।
দ্বিতীয় অবস্থানে আছে মেক্সিকো। যেখানে এক-তৃতীয়াংশ হত্যাকাণ্ড জড়িত বন উজাড়ের প্রতিবাদের সঙ্গে, এখানে নিহত হয়েছে ৩০ জন।
ল্যাটিন আমেরিকার বাইরে একমাত্র দেশ ফিলিপাইন যেখানে ১৫ জনের বেশি নিহত হয়েছে। এখানে খনিজ সংগ্রহ, কাঠকাটা ও বাঁধবিরোধী ঘটনায় ২৯ জন হামলার শিকার হয়ে মারা গেছেন।
গ্লোবাল উইটনেস বলছে, ২০২০ সালের আক্রমণের অর্ধেকের বেশি ঘটনা ঘটেছে এই তিনটি দেশে।