অনলাইন ডেস্ক, ১৩ সেপ্টেম্বর।। বিবিসি প্যানোরোমার এক তদন্তে জানা যায়, জিম্বাবুয়ের একনায়ক রবার্ট মুগাবে ব্রিটেনের বড় কোম্পানিগুলোর একটি ঘুষ দিয়েছিল। বিনিময়ে বেআইনি সুযোগ নেয় তারা।
নথি বলছে, ২০১৩ সালে মুগাবের জানু-পিএফ পার্টিকে ৩ লাখ ডলার ও ৫ লাখ ডলার দেওয়ার আলোচনায় জড়িত ছিল ব্রিটিশ আমেরিকার টোব্যাকো (বিএটি)।
আরও জানায়, দক্ষিণ আফ্রিকায়ও ঘুষ দিয়েছিল কোম্পানিটি এবং প্রতিপক্ষকে ধ্বংস করতে বেআইনি নজরদারির জন্য এ অর্থ দেয় তারা।
তবে প্রতিষ্ঠানটি জানায়, করপোরেট জগতের সর্বোচ্চ নিয়মনীতি মানতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
ব্যাপক দুর্নীতি ও সহিংসতার মাধ্যমে নির্বাচনে জালিয়াতি করে ৩৭ বছর ক্ষমতায় থাকার অভিযোগ রয়েছে প্রেসিডেন্ট মুগাবের বিরুদ্ধে। ২০১৭ সালে ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর তিনি মারা যান।
ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম ও ইউনিভার্সিটি অব বাথের যৌথ অনুসন্ধানে ফাঁস হওয়া হাজার হাজার নথি পেয়েছে প্যানোরোমা। যেখানে দেখা যায়, দক্ষিণ আফ্রিকায় ২০০-র মতো গোপন তথ্যদাতার নেটওয়ার্ককে অর্থ দিয়েছিল তামাক কোম্পানিটি।
এ কাজে তাদের সাহায্য করে দক্ষিণ আফ্রিকার প্রাইভেট নিরাপত্তা সংস্থা ফরেনসিক সিকিউরিটি সার্ভিসেস (এফএসএস)। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে সিগারেটের কালো বাজারের বিরুদ্ধে কাজ করে বলে জানালেও সাবেক কর্মীরা বলছে, তারা বিএটি’র প্রতিদ্বন্দ্বীদের ধ্বংস করতে নিজেরাই আইন ভাঙে।