অনলাইন ডেস্ক, ১২ সেপ্টেম্বর।। ইভাঙ্কা ও জারেড দম্পতির কথা নিশ্চয় সবার মনে আছে। ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে তারা তুমুল আলোচিত সমালোচিত ছিলেন। তাদের উচ্চাভিলাসী মানসিকতা ট্রাম্পের ক্ষমতা ছাড়ার পরও বিড়ম্বনা তৈরি করতে পারে বলে অনেকে ধারণা করেছিল। এই দম্পতির অন্যান্য সাফল্যের জন্য বিড়ম্বনা আর তৈরি হয়নি। হোয়াইট হাউস ছাড়ার পর কোথায় আছেন এই দম্পতি? তারা কি পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে চলে গেলেন? এমন নানা প্রশ্ন উঠেছে।
জানা গেছে, একসময়ের শক্তিশালী এই দম্পতি এখন ব্যক্তিগতভাবে সময় কাটাচ্ছেন। হোয়াইট হাউস ছাড়ার সময় তারা অনেকগুলো পরিকল্পনা করেছিলেন, সবগুলোই প্রায় আটকে আছে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছেড়েছেন বিতর্ক তৈরি করে। হোয়াইট হাউস থেকে তাদের বিদায়টাও সুখের হয়নি। বরং অপমানিত হতে হয়েছে। সেসময় ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব করা হয়েছিল, স্থায়ীভাবে টুইটারে নিষিদ্ধ করা হয়েছে তাকে।
ট্রাম্পের বিতর্কিত কর্মকাণ্ডের সময় ইভাঙ্কা তার বাবাকে টুইটার ভিডিও বানাতে বলেছে। এই ভিডিওতে ট্রাম্প বলেছিলেন, তিনি বিদ্রোহীদের ভালোবাসেন।