অনলাইন ডেস্ক, ১২ সেপ্টেম্বর।। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। চারজন স্পিনারকে নিয়ে দল সাজিয়েছে ২০১৪ আসরের চ্যাম্পিয়নরা।স্লো-লেফট আর্ম স্পিনার প্রাভিন জয়াবিক্রমা, ‘নতুন মেন্ডিস’ খ্যাত মাহিশ থিকশানা রয়েছেন চূড়ান্ত স্কোয়াডে। অন্য দুই স্পিনার হলেন- লেগি ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং অফ স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভা।রবিবার আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল ঘোষণা করে শ্রীলঙ্কা। যদিও দল ঘোষণার জন্য আইসিসি ১০ সেপ্টেম্বর সময়সীমা বেঁধে দিয়েছিল।
অভিজ্ঞ স্পিনার আকিলা ধনাঞ্জয়াকে ‘রিজার্ভ’খেলোয়াড় হিসেবে রেখেছে দলটি। যেখানে তার সঙ্গে আছেন লাহিরু কুমারা, পুলিনা থারাঙ্গা ও বিনুরা ফার্নান্দো।
থিকশানার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজে। ওয়ানডে অভিষেকেই ৪ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। ঘরোয়া ক্রিকেটেও বেশ আলোড়ন ফেলতে সক্ষম হয়েছিলেন। ‘ক্যারাম’ বল তার বড় শক্তি। তাই অজন্তা মেন্ডিসের সঙ্গে তুলনা করে তাকে বলা হচ্ছে ‘নতুন মেন্ডিস’।
বিশ্বকাপে লঙ্কান দলকে নেতৃত্ব দেবেন দাসুন শানাকা। ইংল্যান্ডে কোভিড-১৯ প্রোটোকল ভাঙায় নিষেধাজ্ঞার কারণে দলে নেই দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিস ও নিরোশান ডিকভেলা। জায়গা হয়নি অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজেরও।
ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।শ্রীলঙ্কা প্রথম রাউন্ডে (বাছাই পর্ব) রয়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী আয়ারল্যান্ড, নামিবিয়া এবং নেদারল্যান্ডস।প্রথম রাউন্ডে ‘এ’ এবং ‘বি’ গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল খেলবে সুপার টুয়েলভ পর্বে। যেখানে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি অংশ নেবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দল
দাসুন শানাকা (অধিনায়ক), ধনাঞ্জয়া ডি সিলভা, কুসল পেরেরা, দিনেশ চান্দিমাল, আভিশকা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, চারিথ আসালঙ্কা, ভানিন্দু হাসারাঙ্গা, কামিন্দু মেন্ডিস, চামিকা করুনারত্নে, নুয়ান প্রদিপ, দুশমন্থ চামিরা, প্রাভিন জয়াবিক্রমা, লাহিরু মাদুশঙ্কা ও মাহিশ থিকশানা।
রিজার্ভ খেলোয়াড়: লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো, আকিলা ধনাঞ্জয়া ও পুলিনা থারাঙ্গা।