অনলাইন ডেস্ক, ১২ সেপ্টেম্বর।। চেলসিতে ফিরেই উড়ছেন রোমেলু লুকাকু। প্রিমিয়ার লিগে ইতিমধ্যে তিন ম্যাচে তিন গোল করে ফেললেন বেলজিয়ান ফরোয়ার্ড। এবার স্টামফোর্ড ব্রিজে লুকাকুর জোড়ে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-০ ব্যবধানের দাপুটে জয় পেয়েছে চেলসি।
ম্যাচের ১৫তম মিনিটে ব্লুজদের এগিয়ে দেন লুকাকু। ইন্টার মিলান ছেড়ে আসা তারকা নিজের দ্বিতীয় গোল করেন অতিরিক্ত সময়ে। তার আগে চেলসির দ্বিতীয় গোল করেন মাতেও কোভাচিচ।
দ্বিতীয় দফায় চেলসিতে আসার পর এবারই স্টামফোর্ড ব্রিজে গোল পেলেন লুকাকু। চলতি মৌসুমটাও দুর্দান্ত শুরু করেছে টমাস টুখেলের দল। এখনো লিগে অপরাজেয় তারা। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নরা। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রিমিয়ার লিগে কষ্টার্জিত জয় পেয়েছে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। প্রথম জয়ের দেখা পেলো আর্সেনাল। তবে দ্বিতীয়ার্ধে ১০ জনের দল হয়ে পড়া টটেনহাম ৩-০ গোলে হেরেছে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে।
লিগে টানা তৃতীয় জয় পেল ম্যানসিটি। লেস্টার সিটির মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে সিটিজেনরা ১-০ ব্যবধানে জিতেছে বার্নার্দো সিলভার গোলে। ৬২তম মিনিটে সিটিকে এগিয়ে দেন পর্তুগিজ উইঙ্গার।
দুই দলের গোলরক্ষক কেসপার স্কেমাইকেল ও এডারসন বেশ কয়েকটি দুর্দান্ত সেভে গোলপোস্ট অক্ষত রাখেন প্রথমার্ধে। তবে দ্বিতীয়ার্ধে সিটিকে এগিয়ে দেন সিলভা। লেস্টার বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে। বার্নেসের হেড লাগে বারে। জেমি ভার্ডির একটি গোল বাতিল হয় অফসাইডে।
নতুন মৌসুমে প্রথম জয়ের দেখা পেয়েছে আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে অউবামেয়াংয়ের একমাত্র গোলে নরউইচ সিটিকে ১-০ গোলে হারিয়েছে গানাররা।
টানা তিন ম্যাচ হারের পর এই প্রথম জয় পেল মাইকেল আর্তেতার দল। ৩ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে উঠে এসেছে আর্সেনাল। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে ম্যানসিটি। ৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে লেস্টার। সমান পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহাম।