অনলাইন ডেস্ক, ১২ সেপ্টেম্বর।। জয়রথ ছুটছে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)। লিগ ওয়ানের চলতি মৌসুমে পাঁচ ম্যাচে পাঁচ জয় পেল মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ফরাসি জায়ান্টরা এবার ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ক্লেরমঁতকে। জোড়া গোল করেছেন আন্দের হেরেরা।
দলের দুই বড় তারকা লিওনেল মেসি ও নেইমারকে ছাড়াই মাঠে নামে পিএসজি। আন্তর্জাতিক বিরতি শেষে দেরিতে ফিরেছেন এই দুই লাতিন তারকা। তবে হেরেরা-এমবাপ্পেরা মেসি-নেইমারের অভাব বুঝতে দেননি।
প্রথমার্ধেই জোড়া গোল করে পিএসজিকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার হেরেরা। বিরতি থেকে ফিরে দলের বাকি গোল দুটি করেন এমবাপ্পে ও ইদ্রিসা গয়ে।
চ্যাম্পিয়নস লিগ শুরুর প্রস্তুতিটাও ভালোভাবে সেরে নিল পিএসজি। বুধবার গ্রুপ পর্বে ক্লাব ব্রাগার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে পচেত্তিনোর দল।
লিগ ওয়ানে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এবারই ফরাসি ফুটবলের শীর্ষ পর্যায়ে উঠে আসা ক্লেরমঁতের এটি প্রথম হার। দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে চারে আছে তারা।
এই ম্যাচ দিয়ে লিগ ওয়ানে অভিষেক হলো জিয়ানলুইজি দোন্নারুম্মার। ইতালির হয়ে ইউরো কাপে সেরা গোলরক্ষক হওয়া এই মৌসুমে এসি মিলান ছেড়ে যোগ পিএসজিতে।