অনলাইন ডেস্ক, ১২ সেপ্টেম্বর।। অভ্যন্তরীণ সহিংস উগ্রপন্থীদের বিদেশি উগ্রপন্থীদের সঙ্গে তুলনা করে এবার তাদের মোকাবিলার জন্য আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।দুই গোষ্ঠীকে তিনি ‘একই জঘন্য আত্মার সন্তান’ বলেও অভিহিত করেন নাইন-ইলেভেন উপলক্ষে দেওয়া ভাষণে।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্র ক্রমবর্ধমান তথ্য-প্রমাণে দেখছে- আমাদের দেশের ওপর বিপদ কেবল বাইরে থেকেই আসবে না, বরং সহিংসতা থেকেও আসবে যা দেশের মধ্যেই তৈরি হয়েছে।’
জাতির মধ্যে বিভক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের রাজনীতিতে কোনো ধরনের রাখঢাক ছাড়াই ক্রোধ, ভয় এবং বিভাজনের প্রতি আবেদন তৈরি হয়েছে। এটি আমাদের জাতি এবং আমাদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তিত করে তোলে।’
বুশ গত নির্বাচনের পর ক্যাপিটল হিলে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলা এবং হামলা পরবর্তী নিজ দলের নেতাদের ভূমিকার কড়া সমালোচনা করেন।
সাবেক এই প্রেসিডেন্টের দেওয়ার বক্তব্যের প্রশংসা করেছেন বর্তমান ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, জাতি হিসেবে আমরা যা তার কথায় সেটি উঠে এসেছে।